‘খায় না যে, তারও খাতা থাকে’

শনিবার মোদী ছোটবেলায় প্রথম দেনা ব্যাঙ্কে অ্যাকাউন্ট বা ব্যাঙ্কের খাতা খোলার গল্প শুনিয়ে মন্তব্য করেন, ‘‘যো খাতা নেহি হ্যায়, ও ভি খাতা তো রাখতা হ্যায়।’’

Advertisement
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৮ ০৬:১১
Share:

সূচনা: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার। ছবি: পিটিআই।

নোটবন্দির ব্যর্থতা নিয়ে বলেননি। জবাব দেননি রাফাল-চুক্তি নিয়ে ওঠা অভিযোগেরও। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের উদ্বোধনের মঞ্চ থেকে কথার চাতুরিতে নিজেকে দুর্নীতিমুক্ত প্রমাণ করতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বোঝাতে চাইলেন তাঁর উপরে মানুষের আস্থা অটুট রয়েছে। প্রধানমন্ত্রীর গদিতে বসে মোদী বলেছিলেন, ‘‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা।’’ রাফাল-চুক্তিতে সরাসরি তাঁর দিকেই আঙুল তুলেছেন রাহুল গাঁধী। শনিবার মোদী ছোটবেলায় প্রথম দেনা ব্যাঙ্কে অ্যাকাউন্ট বা ব্যাঙ্কের খাতা খোলার গল্প শুনিয়ে মন্তব্য করেন, ‘‘যো খাতা নেহি হ্যায়, ও ভি খাতা তো রাখতা হ্যায়।’’ মোদীর দাবি, তাঁর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও দিন এক পয়সাও জমা পড়েনি। ৩২ বছর পরে ব্যাঙ্কের লোকেরা তাঁকে খুঁজে বার করেন অ্যাকাউন্ট বন্ধ করার সইয়ের জন্য। পরে গুজরাতের বিধায়ক হওয়ার পরে তাঁর ব্যাঙ্কে বেতনের জন্য অ্যাকাউন্ট খোলা হয়। এ দিন অবশ্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন তিনি। মানুষের আস্থা প্রসঙ্গে ওই অনুষ্ঠানেই মোদী বলেন, ‘‘দেশের মানুষ আমাকে হাজার হাজার চিঠি পাঠান। মানুষ তাঁকেই চিঠি লেখে, যাঁকে বিশ্বাস করে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন