(বাঁ দিকে) খুশি মুখোপাধ্যায়, (ডান দিকে) সূর্য কুমার যাদব। ছবি: সংগৃহীত।
পোশাক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বাঙালি কন্যা খুশি মুখোপাধ্যায়। তিনি বর্তমানে সমাজমাধ্যমে বেশ আলোচিত। সাহসী পোশাক এবং বিভিন্ন মন্তব্যের জন্য কটাক্ষের শিকারও হন। যদিও এ বার খুশি শিরোনামে এলেন সূর্যকুমার যাদবের কারণে। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার নাকি খুশিকে মেসেজ করতেন, লাগাতার ফোনও করতেন!
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সূর্যকুমারের ‘ক্যাচ’ রীতিমতো ভাইরাল হয় সে বছর। ২০২৪ সালে ভারতের বিশ্বকাপ জয়ের নেপথ্যে অন্যতম কারণ ধরা হয় ‘স্কাই’ (সূর্যকুমার)-এর ওই ক্যাচ। এ বার সেই সূর্যকুমারকে নিয়ে মুখ খুললেন খুশি।
সম্প্রতি খুশিকে প্রশ্ন করা হয়, কোনও ক্রিকেটতারকার সঙ্গে তিনি সম্পর্কে জড়াতে আগ্রহী কি না। উত্তরে খুশি জানান, তাঁর খেলাধুলায় তেমন আগ্রহ নেই। এমনকি কোনও ক্রিকেটতারকার সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়াতে চান না। খুশির কথায়, ‘‘আমি কোনও ক্রিকেটতারকার সঙ্গে সম্পর্কে যেতে চাই না। তবে সূর্যকুমার একসময় খুব ফোন করতেন, মেসেজও করতেন আমাকে। যদিও এখন কথা কম হয়। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আমি এর থেকে বেশি কিছু প্রকাশ্যে আনতে চাই না।’’
প্রসঙ্গত, সূর্যকমার বিবাহিত। দিবিশা শেট্টী তাঁর স্ত্রী। তবে খুশির সঙ্গে সূর্যকুমারের যোগাযোগ বিয়ের আগে ছিল, না পরে, তা অবশ্য স্পষ্ট করেননি অভিনেত্রী। খুশির এ হেন দাবি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সূর্য।