উৎসব বরাকেও

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন বদরপুর টাইটেল মাদ্রাসার অধ্যাপক মুফতি আব্দুল বাছিত। আজ করিমগঞ্জের টাউন ঈদগাহতে ইদের নামাজের পড়ানোর পর তিনি বলেন, ‘‘কয়েক জন ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ ও হাইলাকান্দি শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ০৩:৪৯
Share:

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন বদরপুর টাইটেল মাদ্রাসার অধ্যাপক মুফতি আব্দুল বাছিত। আজ করিমগঞ্জের টাউন ঈদগাহতে ইদের নামাজের পড়ানোর পর তিনি বলেন, ‘‘কয়েক জন ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। সবাইকে একজোট হয়ে তার মোকাবিলা করতে হবে।’’ নামাজের পর বিশ্বশান্তির উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। নিলামবাজারে বাঘের মোকাম, উজানডিহি, বদরপুর, পাথারকান্দি, রাতাবাড়ির বিভিন্ন ঈদগাহতেও এ দিন ইদের নামাজ হয়।

Advertisement

অন্য দিকে, হাইলাকান্দির এক মসজিদে নামাজে সামিল হন উত্তর-পূর্ব ভারতের আহলে ছুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা ছারিমুল হক। হাইলাকান্দির বিভিন্ন ঈদগাহ এবং মসজিদে ইদের নামাজ পাঠ করেন হাজার হাজার মানুষ। লালা, কাটলিছড়া, আলগাপুর, মনাছড়া, ঘাড়মুড়া, জামিরার ঈদগাহেও ছিল ভিড়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন