National news

রাজস্থান ৫০, হিমাচল প্রদেশ ৪৪.৯, জম্মু ৪৩.৬ ডিগ্রি! পুড়ছে গোটা উত্তর ভারত

উল্টে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ভারতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুন ২০১৯ ১১:৩০
Share:

প্রতীকী ছবি।

গলদঘর্ম হওয়া দক্ষিণবঙ্গ স্বস্তির আশ্বাস পেলেও গোটা উত্তর ভারতকে এখনও তেমন কোনও আশ্বাস দিতে পারেনি আবহাওয়া দফতর। উল্টে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ভারতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Advertisement

আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের উপর এই তাপপ্রবাহ চলবে আগামী চার দিন এবং পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং দক্ষিণ উত্তরপ্রদেশে আগামী দু’দিন ধরে চলবে তাপপ্রবাহ।

দেশের মধ্যে সবচেয়ে উষ্ণ অঞ্চল এখন রাজস্থানের চুরু। রবিবার সেখানে তাপমাত্রা ৫০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি বেশি। যেমন হিমাচলপ্রদেশের উনার তাপমাত্রা ৪৪.৯ ডিগ্রি সেলসিয়াস, বিলাসপুর ৪৩ ডিগ্রি সেলসিয়াস, মান্ডির তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। এই মরশুমে জম্মুর সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

আরও পড়ুন: বৃষ্টিতে দক্ষিণবঙ্গের প্রাণ জুড়োবে, পূর্বাভাস আলিপুরের

তীব্র দহনে নাস্তানাবুদ পশ্চিমবঙ্গও। চড়া রোদ এবং আর্দ্রতার কারণে এ রাজ্যের অস্বস্তিও অনেক বেশি। রবিবার সকাল ১০টায় কলকাতার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ রবিবার সন্ধ্যার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েক দিন ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন