তৃণেই বিলীন তৃণমূলের ২৪, জামানত জব্দ বেশিরভাগ কেন্দ্রে

কেউ টেনেটুনে আড়়াইশো। কেউ দেড়়শোর কাছাকাছি। কেউ আবার একশোরও নীচে! রাজ্যের মোট ২৪টি আসনে লড়়ে সর্বত্র জামানত হারিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরতলা শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৮ ০৩:০৬
Share:

প্রতীকী ছবি।

প্রচারে নেতারা চলে যাচ্ছিলেন দূরে দূরে। ভোটের ফলের দিন দুরবীনেও আর দেখা যাচ্ছে না তৃণমূলকে!

Advertisement

কেউ টেনেটুনে আড়়াইশো। কেউ দেড়়শোর কাছাকাছি। কেউ আবার একশোরও নীচে! রাজ্যের মোট ২৪টি আসনে লড়়ে সর্বত্র জামানত হারিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। জোটসঙ্গী আইএনপিটি-র হালও তথৈবচ! মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ত্রিপুরায় বিজেপি জেতেনি। আসলে সিপিএম হেরেছে! বিজেপি-কে ঠেকাতে তিনি ত্রিপুরায় কংগ্রেসের সঙ্গে জোট চেয়েছিলেন। কার্যক্ষেত্রে আলাদা লড়়ে কংগ্রেস এবং তৃণমূল, দু’টো দলেরই হাল বেহাল!

আরও পড়ুন: বঙ্গে প্রভাব কী, শুরু বিতর্ক

Advertisement

কংগ্রেস এবং তৃণমূলের সংগঠনের সবটুকুই নিয়ে নিয়েছে বিজেপি। এখন নতুন করে শুরু আবার কী ভাবে করা যাবে, চিন্তায় তৃণমূল নেতৃত্ব। দলের তরফে ত্রিপুরার ভারপ্রাপ্ত এবং বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বলছেন, ‘‘এক মাস সময় পেয়েছিলাম। তবে এই রকম ফল হবে, ভাবিনি। কী করা হবে এর পরে, দলনেত্রীর সঙ্গে কথা বলব।’’ তবে সব্যসাচী দাবি করতে ছাড়়ছেন না, ‘‘তা-ও আমরা ছিলাম বলে সিপিএম আরও কয়েকটা আসন জিতেছে! নইলে ওদের আরও কম হতো!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন