Ambedkar Remarks Row

ষড়ঙ্গীর মাথায় সেলাই, উচ্চ রক্তচাপ মুকেশের, কেমন আছেন দুই বিজেপি সাংসদ? জানালেন ডাক্তার

সংসদের বাইরে ধাক্কাধাক্কিতে আহত হন বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী এবং মুকেশ রাজপুত। আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদের। মাথায় আঘাত পেয়েছেন দু’জনেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ২২:২৯
Share:

(বাঁ দিকে) বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী। ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুত (ডান দিকে)। বৃহস্পতিবার দিল্লির হাসপাতালে। ছবি: সংগৃহীত।

অমিত শাহের অম্বেডকর-মন্তব্য নিয়ে বিরোধীদের প্রতিবাদের সময় বৃহস্পতিবার সংসদের বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সাংসদেরা। ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে মাথায় চোট পান দুই বিজেপি সাংসদ। তাঁরা দিল্লির রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে চিকিৎসাধীন। বালেশ্বরের সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর মাথায় দু’টি সেলাই পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মাথায় আঘাত রয়েছে ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুতেরও। আহত দু’জনকেই আইসিইউতে রাখা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় আরএমএল হাসপাতালের সুপার অজয় শুক্ল জানিয়েছেন, দুই সাংসদের মাথায় আঘাত রয়েছে। তাঁদের রক্তচাপের সমস্যাও রয়েছে। তিনি বলেন, ‘‘দু’জনকেই প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। মুকেশের রক্তচাপ এখনও অনেকটাই বেশি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। ষড়ঙ্গীর বয়স হয়েছে। ধাক্কাধাক্কিতে রক্তচাপ বেড়ে যেতেই পারে। এর থেকে হার্ট অ্যারেস্ট বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। ষড়ঙ্গীর হার্টের সমস্যা আগে থেকেই ছিল। আমরা পর্যবেক্ষণে রেখেছি।’’

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ হাসপাতালে আহত সাংসদদের দেখতে গিয়েছিলেন। অন্তত দু’দিন তাঁদের হাসপাতালে থাকতে হবে বলে জানান তিনি। রাজনাথ বলেন, ‘‘ষড়ঙ্গীর মাথায় দু’টি সেলাই পড়েছে। মুকেশের মাথাতেও আঘাত রয়েছে। দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল। দু’দিন ওদের হাসপাতালে থাকতে হবে।’’

Advertisement

বিজেপির অভিযোগ, কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায় আহত হয়েছেন দুই সাংসদ। ষড়ঙ্গী জানিয়েছেন, রাহুল ধাক্কা দেন মুকেশকে। তিনি ষড়ঙ্গীর গায়ের উপর পড়েন। ফলে দু’জনেই চোট পান। কংগ্রেস আবার বিজেপির বিরুদ্ধে পাল্টা অশান্তির অভিযোগ তুলেছে। দুই তরফেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খড়্গে জানিয়েছেন, বিজেপি সাংসদদের ধাক্কায় তিনি হাঁটুতে চোট পেয়েছেন। অম্বেডকর নিয়ে শাহের মন্তব্যের জেরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা ধামাচাপা দিতেই বিজেপি এই অশান্তি করেছে বলে দাবি বিরোধীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement