India-Pakistan Ceasefire

পাক সেনাপ্রধান মুনিরের সঙ্গে সাক্ষাতে ‘সম্মানিত’ ট্রাম্প, নতুন দাবি করলেন ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে, কী বললেন

ভারত-পাক সংঘর্ষবিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পাক সেনাপ্রধানকে ধন্যবাদ জানান ট্রাম্প। বলেন, “যে কারণে আজ আমি এখানে, সেটা হল আমি ওঁকে (মুনির) ধন্যবাদ জানাতে চাই। কারণ, উনি যুদ্ধে না গিয়ে তা থামিয়েছিলেন।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১০:১৫
Share:

(বাঁ দিকে) আসিম মুনির এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

হোয়াইট হাউসে পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পর দু’জনে একটি বৈঠকও করেন। বৈঠকের পর ট্রাম্প জানান, মুনিরের সঙ্গে দেখা করতে পেরে তিনি সম্মানিত। ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়েও নতুন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

ভারত-পাক সংঘর্ষবিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাক সেনাপ্রধানকে ধন্যবাদ জানান ট্রাম্প। বলেন, “যে কারণে আজ আমি এখানে, সেটা হল আমি ওঁকে (মুনির) ধন্যবাদ জানাতে চাই। কারণ, উনি যুদ্ধে না গিয়ে তা থামিয়েছিলেন।” ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের নয়া সংযোজন, “দু’জন বুদ্ধিমান মানুষ যুদ্ধে আর না-এগোনোর সিদ্ধান্ত নিয়েছিলেন। দু’টি দেশই পরমাণু শক্তিধর।” ‘দু’জন বুদ্ধিমান মানুষ’ বলতে ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।

এর আগে একাধিক বার ট্রাম্প দাবি করেছিলেন, ভারত-পাক সামরিক সংঘাত তিনিই থামিয়েছিলেন। বুধবার অবশ্য ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানিয়েছিলেন, ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছে। ৩৫ মিনিটের সেই ফোনালাপে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ভারত কারও মধ্যস্থতা মেনে নেবে না। পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষবিরতি নিয়ে আলোচনাও হয়েছে ইসলামাবাদের অনুরোধেই, ট্রাম্পকে জানান মোদী। তার পর ওই ফোনালাপ নিয়ে মুখ খোলেন ট্রাম্প। প্রথম থেকে এ প্রসঙ্গে তিনি যা দাবি করে আসছিলেন, সেই অবস্থান থেকে এক চুলও না-নড়ে তিনি বলেন, ‘‘পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ আমিই থামিয়েছি।’’

Advertisement

মুনিরের সঙ্গে আলোচনায় ইরান-ইজ়রায়েল সংঘাতের বিষয়টি উঠে এসেছিল কি না, এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “হ্যাঁ। এসেছিল। ওরা (পাকিস্তান) ইরানকে অন্য অনেকের থেকে ভাল চেনে। ওরা (পাকিস্তান) কোনও কিছু নিয়েই খুশি নয়। ইজ়রায়েলকে পছন্দ করে না। পরিস্থিতি কী হচ্ছে, তা ওরা দেখছে।”

প্রসঙ্গত, এর আগে তিন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আয়ুব খান, জেনারেল জিয়াউল হক এবং জেনারেল পারভেজ মুশারফের সঙ্গে বৈঠক করেছিলেন তদানীন্তন মার্কিন প্রেসিডেন্টরা। তবে তাঁরা রাষ্ট্রপ্রধান হওয়ার পরেই সেই বৈঠক হয়েছিল। সেই দিক থেকে দেখতে গেলে এই প্রথম কোনও পাক সেনাপ্রধান, যিনি ঘোষিত ভাবে কোনও রাজনৈতিক পদে নেই, তাঁর সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement