(বাঁ দিকে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আফগানিস্তান এবং পাকিস্তানের সংঘর্ষ নিয়ে এই প্রথম মুখ খুলল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে নয়াদিল্লি। সেই সঙ্গে আফগানিস্তানে হামলার জন্য পাকিস্তানের সমালোচনাও করেছেন তিনি। জানিয়েছেন, সন্ত্রাসবাদকে সমর্থন করা এবং প্রতিবেশীদের দোষারোপ করা পাকিস্তানের ‘পুরনো স্বভাব’।
গত প্রায় এক সপ্তাহ ধরে পাক-আফগান সীমান্তে সংঘর্ষ চলছে। বুধবার সাময়িক ভাবে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষিত হয়েছে। গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা ফেলা হয়। তার জন্য পাকিস্তানকে দায়ী করে শনিবার পাল্টা সীমান্তে হামলা চালায় তালিবান বাহিনী। রাতভর পাক সেনার সঙ্গে তাদের সংঘর্ষ চলে। তার পর দফায় দফায় সংঘর্ষ চলেছে। বুধবার দুপুরে আফগানিস্তানের কন্দহরে হামলা চালিয়েছে পাক যুদ্ধবিমান। পরে সংঘর্ষবিরতির কথা জানানো হয়েছে। কন্দহরে পাক হামলায় অন্তত ৫০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে তালিবান সূত্রের দাবি। ইরান, সৌদি আরবের মতো একাধিক দেশ পাকিস্তান এবং আফগানিস্তানকে উত্তেজনা প্রশমন করে আলোচনায় বসতে অনুরোধ করেছিল। কিন্তু এই পর্বে এত দিন নীরব ছিল ভারত।
বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেন, ভারতের মদতে যুদ্ধ চালাচ্ছে কাবুল। সংঘর্ষবিরতি ৪৮ ঘণ্টাও স্থায়ী হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেন, ‘‘সংঘর্ষবিরতি আদৌ বজায় থাকবে কি না সন্দেহ আছে। এই সিদ্ধান্ত তো দিল্লি থেকে নেওয়া হচ্ছে।’’ বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে পাক মন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল জয়সওয়ালের কাছে। তিনি বলেছেন, ‘‘আমরা পরিস্থিতির দিকে নজর রেখেছি। পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে আশ্রয় দেয়, সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেয়। প্রতিবেশীদের দোষারোপ করা ওদের পুরনো স্বভাব।’’
পাক-আফগান দ্বন্দ্বে আফগানিস্তানের পক্ষই নিয়েছে ভারত। জয়সওয়াল বলেছেন, ‘‘আফগানিস্তান নিজেদের মাটিতে সার্বভৌম হয়েছে। তাতে পাকিস্তান ক্ষুব্ধ। আফগানিস্তানের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি ভারত শ্রদ্ধাশীল।’’
উল্লেখ্য, আফগানিস্তানের তালিবান সরকারের মন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এসেছেন। তাঁর সফরের মাঝেই আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পাকিস্তান। তাদের মাটিতে জঙ্গিগোষ্ঠী ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ বা টিটিপি এখনও সক্রিয়। ইসলামাবাদের অভিযোগ, এই জঙ্গিগোষ্ঠীকে মদত দেয় ভারত। এই দাবি প্রথম দিন থেকে নাকচ করে এসেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক ফের তার জবাব দিল।