Delhi Stray Dog Verdict

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদলাল সুপ্রিম কোর্ট, পূর্বের নির্দেশ স্থগিত করে বন্ধ্যাত্বকরণে জোর! তবে রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদলে দিল সুপ্রিম কোর্ট। এর আগে দুই বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা স্থগিত রাখা হল। পরিবর্তে পথকুকুরদের বন্ধ্যাত্বকরণে জোর দিল আদালত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১০:৫৫
Share:

রাজধানী দিল্লির রাস্তায় পথকুকুরদের বন্ধ্যাত্বকরণে জোর দিল সুপ্রিম কোর্ট। ছবি: পিটিআই।

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদলে দিল সুপ্রিম কোর্ট। এর আগে দুই বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা স্থগিত রাখা হল। পরিবর্তে পথকুকুরদের বন্ধ্যাত্বকরণে জোর দিল আদালত। জানাল, পথকুকুরদের দিল্লির রাস্তা থেকে নির্দিষ্ট আশ্রয়ে তুলে নিয়ে যাওয়া হবে। সেখানে সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দেওয়ার কাজ করতে হবে। তার পর আবার যেখান থেকে কুকুরদের নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ফিরিয়ে দিয়ে যেতে হবে।

Advertisement

তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমের কথা বলেছে আদালত। যে সমস্ত কুকুর র‌্যাবিস আক্রান্ত বা আগ্রাসী স্বভাবের, তাদের আশ্রয়কেন্দ্রেই রেখে দিতে হবে। আর রাস্তায় ফেরানো যাবে না। এ ছাড়া, আদালত রাস্তায় প্রকাশ্যে কুকুরদের খাওয়ানোর অনুমতি দেয়নি। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনবি অঞ্জারিয়ার বেঞ্চে দিল্লির পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি হয়েছে। এর আগে দুই সদস্যের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, দিল্লির রাস্তা থেকে সমস্ত পথকুকুরকে সরিয়ে দিতে হবে। তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে রাখা হবে। পশুপ্রেমী এবং পশুকল্যাণ সংগঠন, বিভিন্ন এনজিও এই রায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল। তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বেঞ্চ বদল করে দেন। শুক্রবার সেই নতুন বেঞ্চ রায় শোনাল।

আদালত জানিয়েছে, কোনও শর্তেই রাস্তায় প্রকাশ্যে কুকুরদের খাওয়ানো যাবে না। পরিবর্তে প্রশাসনকে এর দায়িত্ব নিতে হবে। দিল্লি এবং আশপাশের এলাকায় পুরসভা ধরে ধরে কুকুরদের খাওয়ানোর স্থান নির্দিষ্ট করে দিতে হবে। এর পরেও যাঁরা রাস্তায় খাবার দেবেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে। এ নিয়ে অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হবে। কোনও পশুপ্রেমী যদি রাস্তার কোনও কুকুরকে পোষ্য হিসাবে গ্রহণ করতে চান, দিল্লি পুরসভায় তার জন্য আবেদন জানানো যাবে।

Advertisement

সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লির রাস্তা থেকে পথকুকুরদের তুলে নিয়ে যাবে প্রশাসন। এই কাজে কোনও ভাবেই বাধা দেওয়া যাবে না। তবে আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে সেই কুকুরদের বন্ধ্যাত্বকরণ এবং উপযুক্ত প্রতিষেধকের বন্দোবস্ত করতে হবে প্রশাসনের আধিকারিকদের। তা হয়ে গেলে আবার কুকুরগুলিকে নির্দিষ্ট স্থানে ফিরিয়ে দিয়ে যেতে হবে। অন্তত পাঁচ হাজার পথকুকুরের জন্য আশ্রয়কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

কারা রাস্তা থেকে কুকুর ধরবেন, কী ভাবে আদালতের নির্দেশ বাস্তবায়িত হবে, পর্যাপ্ত কর্মী আছেন কি না, তা নিয়ে পুর কর্তৃপক্ষকে হলফনামা দাখিল করতে বলেছে আদালত। এ ছাড়া, এই মামলার পরিধি দেশব্যাপী বিস্তৃত করেছে সুপ্রিম কোর্ট। বিভিন্ন পশুপালন কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নোটিস জারি করা হয়েছে। দেশের বিভিন্ন হাই কোর্ট থেকে অনুরূপ মামলার তথ্য সংগ্রহ করা হবে এবং সব বিচারাধীন মামলা একত্রিত করে সুপ্রিম কোর্টে পাঠানো হবে। আট সপ্তাহ পরে আবার এই মামলার শুনানি হবে।

সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন দিল্লির পশুপ্রেমীরা। মামলাকারীদের কেউ কেউ বলছেন, এই রায়ে ভারসাম্য রয়েছে। কারণ, সকল পথকুকুরকে প্রমাণ ছাড়া ‘আগ্রাসী’ বা ‘হিংস্র’ বলে দেগে দেওয়া যায় না। আদালতের রায়ে আশার আলো দেখতে পাচ্ছেন পশুপ্রেমীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement