আজ থেকে টাকার বিষয়ে কী কী নতুন নিয়ম?

নোট বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় রিজার্ভ ব্যাঙ্কের নাম করে বিভিন্ন ভুল তথ্য ও নির্দেশিকা ঘুরে বেড়াচ্ছে। তা নিয়ে সতর্ক করল শীর্ষ ব্যাঙ্ক। সব মিলিয়ে আজ থেকে কী কী নতুন নিয়ম আসছে?

Advertisement
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:৩২
Share:

নোট বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় রিজার্ভ ব্যাঙ্কের নাম করে বিভিন্ন ভুল তথ্য ও নির্দেশিকা ঘুরে বেড়াচ্ছে। তা নিয়ে সতর্ক করল শীর্ষ ব্যাঙ্ক। সব মিলিয়ে আজ থেকে কী কী নতুন নিয়ম আসছে?

Advertisement

• আজ (২ ডিসেম্বর) মাঝরাতের পর থেকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির পেট্রোল পাম্পে আর ব্যবহার করা যাবে না পুরনো ৫০০ টাকার নোট

Advertisement

• কাটা যাবে না বিমান টিকিটও

• ২ ডিসেম্বরের পর থেকে টোল নেওয়া হবে জাতীয় সড়কে

• রান্নার গ্যাস কিনতে পুরনো ৫০০-র নোট দেওয়া যাবে

• অন্যান্য ক্ষেত্রে ছাড়ের আগের নির্দেশই বহাল

*নির্দেশের মেয়াদ ১৫ ডিসেম্বর পর্যন্ত

• গয়না ও সোনা রাখার কোনও সীমা থাকবে না, যদি তা:

১. বৈধ উত্তরাধিকার সূত্রে পাওয়া বা ঘোষিত আয়ে ও পারিবারিক সঞ্চয়ের টাকায় কেনা হয়

২. কৃষিতে আয়ের টাকায় কেনা হয়

• বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে ৫০০ গ্রাম, অবিবাহিতাদের ২৫০ গ্রাম, পুরুষদের ১০০ গ্রাম সোনা আটক করা হবে না, আয়ের সঙ্গে সামঞ্জস্য না-থাকলেও

• এর বেশি সোনা বা গয়নাও আয়কর অফিসার আটক না করতে পারেন, যদি পারিবারিক ঐতিহ্য অনুযায়ী সেগুলি রাখা হয়ে থাকে

সতর্কতা

নোট বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় রিজার্ভ ব্যাঙ্কের নাম করে বিভিন্ন ভুল তথ্য ও নির্দেশিকা ঘুরে বেড়াচ্ছে। তা নিয়ে সতর্ক করল শীর্ষ ব্যাঙ্ক। একমাত্র আরবিআইয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য এবং তাদের পাঠানো ই-মেল দেখতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement