Meghalaya Honeymoon Murder

কালো ব্যাগ কোথায়? মেঘালয়ে নিয়ে যাওয়া সোনমের সেই ব্যাগের হদিস পেতে ইনদওরের ফ্ল্যাটে তল্লাশি

বুধবার ইনদওরের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। ঘটনাচক্রে, রাজাকে খুনের পর এই ফ্ল্যাটে সোনম উঠেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১২:১৫
Share:

(বাঁ দিকে) সোনমের সঙ্গে থাকা কালো ব্যাগ। মেঘালয় ভ্রমণের সময়। (ডান দিকে) গ্রেফতারির পর। ছবি: সংগৃহীত।

সোনম এবং তাঁর স্বামী রাজা বঘুবংশীর সঙ্গে থাকা ট্রলিব্যাগ খুলে তল্লাশি চালিয়েছে পুলিশ। তাতে কী কী পাওয়া গিয়েছে বা সেই ব্যাগ থেকে এই হত্যাকাণ্ডে জড়িত কোনও সূত্র মিলেছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তদন্তকারীরা। তবে সোনমের সঙ্গে থাকা কাঁধে ঝোলানো ছোট কালো ব্যাগটি কোথায়, তার হদিস মিলছে না। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, ওই ব্যাগটি কোথায়, তার খোঁজ চালানো হচ্ছে। হয়তো সেই ব্যাগ থেকেও এই হত্যাকাণ্ডের কিছু তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

Advertisement

বুধবার ইনদওরের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। ঘটনাচক্রে, রাজাকে খুনের পর এই ফ্ল্যাটে সোনম উঠেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। শিলং পুলিশের একটি দল বুধবার ইনদওর পৌঁছেছে। তারা ওই ফ্ল্যাটে যায়। সেখানে গিয়ে তল্লাশির সময় একটি ট্রলিব্যাগ উদ্ধার করে। তদন্তকারীরা জানাচ্ছেন, এই ব্যাগটি মেঘালয়ে নিয়ে গিয়েছিলেন সোনম। সেটি ভাল ভাবে পরীক্ষা করেন তদন্তকারীরা। কিন্তু সোনমের সঙ্গে থাকা কালো ব্যাগটি কোথায়, তা নিয়ে রহস্য ঘনাচ্ছে। মেঘালয় থেকে পালিয়ে আসার সময় ওই ব্যাগটি সোনমের সঙ্গে ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তবে ইনদওরের ফ্ল্যাটে ওই ব্যাগের কোনও চিহ্ন মেলেনি।

তদন্তকারীদের একটি সূত্র বলছে, সোনমের ব্যক্তিত্বও খতিয়ে দেখা হচ্ছে। সোনম কেমন স্বভাবের, বাড়ির লোকদের সঙ্গে কেমন আচরণ করতেন, সাধারণত প্রতি দিন বাড়িতে কোন সময়ে ফিরতেন, পারিবারিক ব্যবসায় তাঁর ভূমিকা কী ছিল, কোনও মানসিক চাপে ভুগতেন কি না, কোন ধরনের ব্যক্তির সঙ্গে তাঁর বেশি ওঠাবসা ছিল— এই রকম বেশ কিছু বিষয় খতিয়ে দেখে তাঁর বয়ানের সঙ্গে মেলানোর চেষ্টা করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement