National News

টুইটারে প্রশ্ন, কোনটা সস্তা ওলা না উবের? তারপর কী হল...

নিশান্তের বন্ধু উইকএন্ড টুরে বেঙ্গালুরু থেকে মহীশূরে যাবেন ঘুরতে। গাড়ি বুকিংয়ের ভার পড়েছিল নিশান্থের উপর। হাতের কাছে দু’টি অপশন। এক ওলা, দুই উবের। এখানেই একটু দোলাচলে পড়েছিলেন নিশান্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ১৭:৫১
Share:

একটু দ্বিধাগ্রস্ত ছিলেন বেঙ্গালুরুর জেরজ নিশান্থ কোয়েলহো। তাই শরাপন্ন হয়েছিলেন টুইটার বন্ধুদের। সমস্যাটা ঠিক কী? নিশান্তের বন্ধু উইকএন্ড টুরে বেঙ্গালুরু থেকে মহীশূরে যাবেন ঘুরতে। গাড়ি বুকিংয়ের ভার পড়েছিল নিশান্থের উপর। হাতের কাছে দু’টি অপশন। এক ওলা, দুই উবেরএখানেই একটু দোলাচলে পড়েছিলেন নিশান্ত। কোন ক্যাব ভাল? কোন ক্যাব সস্তা? কোনটা বুক করা উচিত?

Advertisement

আরও পড়ুন: নীল তিমি থেকে রক্ষা গোয়েন্দার শুশ্রূষায়

সমাধান খুঁজতে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটা টুইট করেছিলেন নিশান্ত। #হেল্প দিয়ে শুরু করে তিনি লেখেন, ‘‘আমার এক বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধু বেঙ্গালুরু থেকে মহীশূর যাওয়ার পরিকল্পনা করছেন। তাঁর জন্য কোনটা সস্তা হবে? ওলা, না উবের?’’ নিজের সেই টুইটটিতে ওলা এবং উবেরকে ট্যাগও করেছিলেন জেরজ।

Advertisement

দেখুন সেই টুইট _ ?

দেখুন সেই টুইট

বদলে মিলল সম্পূর্ণ বিনামূল্যের ওলা পরিষেবা। জেরজের টুইটের কিছু ক্ষণের মধ্যেই সেই টুইটের উত্তর আসে ওলার তরফে। অফার দেওয়া হয় বিনামূল্যের একটি পরিষেবার।

ওলার এমন অফারে অবাক হয়ে যান নিশান্ত। তিনি জানান, তাঁর বন্ধুরা সংখ্যায় মোট ৬ জন এবং তাঁরা মহীশূরে তিন দিন থাকার পরিকল্পনা করেছেন। এরপর ওলার পক্ষ থেকে জানান হয়, পুরো তিন দিনের পরিষেবাই বিনামূল্যে দিতে প্রস্তুত তারা। এরপরেই একটি আউটস্টেশন ওলা ক্যাব বুক করে বুকিং আইডিটি ওলাকে টুইট করেন জেরজ। সত্যিই রাইডটি ফ্রি করে দেওয়া হয়।

আরও পড়ুন: এ বার হোয়াটসঅ্যাপও জানিয়ে দেবে অ্যাকাউন্ট ফেক কিনা

টুইট করে ওলাকে ধন্যবাদ জানাতে ভোলেননি জেরজ ও তাঁর বন্ধু। ' ☺️ এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও। !! ' !! 🏏 ‏ ) 🇮🇳

এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও।

টুইট করে ওলাকে ধন্যবাদ জানাতে ভোলেননি জেরজ ও তাঁর বন্ধু। ' ☺️ এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও। !! ' !! 🏏 ‏ ) 🇮🇳

এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও।

টুইট করে ওলাকে ধন্যবাদ জানাতে ভোলেননি জেরজ ও তাঁর বন্ধু। ' ☺️ এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও। !! ' !! 🏏 ‏ ) 🇮🇳

এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও।

টুইট করে ওলাকে ধন্যবাদ জানাতে ভোলেননি জেরজ ও তাঁর বন্ধু। ' ☺️ এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও। !! ' !! 🏏 ‏ ) 🇮🇳

এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement