হোয়াইট হাউসের ওয়েবসাইটে পাকিস্তানকে সন্ত্রাসে মদতদাতা রাষ্ট্রের তকমা দেওয়ার আর্জিতে স্বাক্ষরের সংখ্যা ৫ লক্ষ পেরোল। বারাক ওবামা প্রশাসনের নিয়ম অনুযায়ী, এই ধরনের কোনও আর্জিতে স্বাক্ষরের সংখ্যা ১ লক্ষ ছাড়ালেই প্রশাসন তাদের বক্তব্য জানায়। ২১ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এই আর্জি ওয়েবসাইটে পেশ করেন ‘‘আরজি’’ নামে পরিচিত এক ব্যক্তি। তবে এই উদ্যোগের পিছনে অনাবাসী ভারতীয়দের বড় অংশের সমর্থন রয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসেও এই মর্মে একটি বিল এনেছেন দুই সদস্য। ব্রিটিশ পার্লামেন্টের সাইটেও জঙ্গিদের আশ্রয় দেওয়া নিয়ে পাকিস্তানের কড়া নিন্দা করার দাবিতে একটি আর্জি জমা পড়েছে। সেখানে স্বাক্ষরের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। ব্রিটেনের নিয়ম অনুযায়ী, এ বার এ নিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে টেরেসা মে সরকারকে।