National News

‘কে চালাচ্ছে লোকসভা? এ তো নিজের মতোই চলছে!’ ক্রুদ্ধ আডবাণী

সংসদ বিষয়ক মন্ত্রীকে ডেকে পাঠিয়ে লোকসভায় প্রকাশ্যে ভর্ৎসনা করলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি সাংসদ লালকৃষ্ণ আডবাণী। রোজ হট্টগোলের জেরে সংসদ যে ভাবে মুলতুবি হয়ে যাচ্ছে, তা নিয়েই আডবাণীর এই ক্ষোভ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ১৭:১৮
Share:

লোকসভায় লালকৃষ্ণ আডবাণী। —ফাইল চিত্র।

সংসদ বিষয়ক মন্ত্রীকে ডেকে পাঠিয়ে লোকসভায় প্রকাশ্যে ভর্ৎসনা করলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি সাংসদ লালকৃষ্ণ আডবাণী। রোজ হট্টগোলের জেরে সংসদ যে ভাবে মুলতুবি হয়ে যাচ্ছে, তা নিয়েই আডবাণীর এই ক্ষোভ। শুধু মন্ত্রী অনন্ত কুমারের ভূমিকা নিয়ে নয়, স্পিকারের ভূমিকা নিয়েও তিনি বুধবার প্রশ্ন তুলে দিয়েছেন।

Advertisement

শীতকালীন অধিবেশন শুরু হওয়া থেকেই নোট বাতিল ইস্যুতে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা রোজ মুলতুবি হয়ে যাচ্ছে। বুধবারও প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে বিরোধীরা স্লোগান দিচ্ছিলেন। হট্টগোল নিয়ন্ত্রণে না আসায় মধ্যাহ্নভোজের বিরতির ১৫ মিনিট আগে লোকসভা মুলতুবি করে দেওয়া হয়। লোকসভার এই অচলাবস্থা নিয়ে আডবাণী এ দিন তীব্র উষ্মা প্রকাশ করেন। অত্যন্ত বিরক্ত ভঙ্গিতে তিনি নিজের আসনের কাছে তলব করেন সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমারকে। আডবাণী তাঁকে বলেন, ‘‘কে চালাচ্ছে সভাটা? এ তো নিজের মতোই চলছে। না স্পিকার, না সংসদ বিষয়ক মন্ত্রী— কেউই সংসদ চালাচ্ছেন না।’’

লোকসভায় উপস্থিত বিরোধী সাংসদ এবং প্রেস গ্যালারিতে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনেই এই ঘটনা ঘটছিল। সকলের সামনে দলেরই প্রবীণ নেতার ধমক খেয়ে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান। তিনি আডবাণীকে শান্ত করার চেষ্টা করতে থাকেন। কোনও ভাবেই আডবাণীর রাগ কমছে না দেখে অনন্ত কুমার প্রেস গ্যালারির দিকে দেখিয়ে আডবাণীকে বলেন, ‘‘সবাই দেখছেন।’’ অনন্ত কুমারের এই কথায় আরও রেগে যান আডবাণী। তিনি বলেন, ‘‘আমি সবার সামনেই বলব। আমি স্পিকারকেও বলব। ... দু’পক্ষই এর ভাগীদার।’’

Advertisement

আরও পড়ুন: আবার মন পেতে মরিয়া কংগ্রেস

লোকসভা মুলতুবি হওয়ার পর আডবাণী এ দিন কারও সঙ্গে বাক্যালাপ না করেই এ দিন সভা ছেড়ে বেরিয়ে যান।

লালকৃষ্ণ আডবাণীর এই উষ্মা এবং নিজের দল তথা সরকার পক্ষ সম্পর্কে এই বিরূপ মনোভাব বিরোধীদেরও নজর এড়ায়নি। ফলে দ্রুত ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় বিজেপিকে। আডবাণীর এই উষ্মার জন্য বিরোধীরাই দায়ী, এমনই বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু হয় বিজেপির তরফ থেকে। বেঙ্কাইয়া নাইডু দাবি করেন, আডবাণীর মতো প্রবীণ সাংসদের এই বিরক্তির কারণ বিরোধীরা। তাঁদের জন্যই সংসদে অচলাবস্থা, এবং সংসদ চলছে না বলেই আডবাণীর মতো প্রবীণ সাংসদ এত বিরক্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement