Pulwama Terror Attack

কন্দাহার থেকে করাচি জঙ্গি করিডরের মাথা, কে এই কামরান?

কামরানের নেতৃত্বেই দক্ষিণ কাশ্মীরে জইশ-ই-মহম্মদের নেটওয়ার্ক আরও মজবুত হয়ে ওঠে বলে দাবি গোয়েন্দাদের।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৮
Share:

আব্দুল রশিদ গাজি ওরফে কামরান। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

উপত্যকায় সেনা অভিযানে নিহত আব্দুল রশিদ গাজি ওরফে কামরান। পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার ছিল সে। তার নির্দেশেই গত সপ্তাহে দক্ষিণ কাশ্মীরেপুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালায় ২০ বছরে আদিল আহমেদ দার।

Advertisement

পুলওয়ামায় জঙ্গিদের খোঁজে গতকাল রাতে অভিযানে নামে ভারতীয় সেনা। স্থানীয় পিংলানে জঙ্গিদের সঙ্গে সঙ্ঘর্ষ শুরু হয় তাদের। দীর্ঘ ১২ ঘণ্টা গুলি বিনিময়ের পর, সোমবার সকালে আব্দুল রশিদ গাজি ওরফে কামরান এবং তার এক সহযোগীকে নিকেশ করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। গুরুতর জখম হয়েছে তাদের আর এক সঙ্গীও।

আব্দুল রশিদ গাজি ও কামরানকে একই ব্যক্তি কিনা, তা নিয়েও শুরুতে ধন্দ দেখা দেয়। তবে বেলা বাড়তেই ছবিটা স্পষ্ট হয়ে যায়। পাকিস্তানি নাগরিক আব্দুল রশিদ গাজি পরিচিত ছিল কামরান নামে— এমনটাই জানা গিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে। এর আগে, শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে দেওয়া রিপোর্টে আব্দুল রশিদ গাজিকে পুলওয়ামা হামলার মূল চক্রী হিসাবে চিহ্নিত করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

Advertisement

সাম্প্রতিক জঙ্গি হামলা সম্পর্কে এই তথ্যগুলি জানতেন?

আরও পড়ুন: নজরদারি এড়াতে সিমহীন মোবাইল দিয়ে যোগাযোগ রাখছিল পুলওয়ামার চক্রীরা!

ওই রিপোর্ট অনুযায়ী, ৩২ বছরের আব্দুল রশিদ গাজি ওরফে কামরান, আফগানিস্তানে তালিবানের কাছে প্রশিক্ষণ নিয়েছিল। আফগানিস্তানে যুদ্ধের অভিজ্ঞতাও রয়েছে তার। হাত পাকিয়েছে আইইডি বিস্ফোরণে। ২০০৮-এ পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ-এ যোগ দেয়। অল্পদিনের মধ্যেই সংগঠনের চাঁই তথা পাঠানকোট হামলার চক্রী মৌলানা মাসুদ আজহারের ঘনিষ্ঠ হয়ে ওঠে। শুরুতে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় তালিবানের হয়ে ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শামিল ছিল সে।

২০১১-য় পাক অধ্যুষিত কাশ্মীরে পাঠানো হয় কামরানকে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে সেখানে কমবয়সী জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পায় সে। ভারত, বিশেষ করে জম্মু-কাশ্মীরে জইশের কর্মসূচির দায়িত্বেও ছিল কামরান। ২০১৭ এবং ’১৮-য় পুলওয়ামায় সেনা অভিযানে মৃত্যু হয় মহম্মদ উসমান হায়দর ও তালহা রশিদ নামে দুই জঙ্গির। ওই দু’জন ছিল মাসুদ আজহারের ভাইপো এবং জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য। ১৯৯৯-তে কন্দহর বিমান ছিনতাইয়ে যুক্ত ছিল মাসুদের বড়দাদা ইব্রাহিম এবং ছোট ভাই আব্দুল রউফ। উসমান এবং তালহা ওই দু’জনের ছেলে।

ওই ঘটনার পর কামরানের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ে মাসুদ আজহার। দুই ভাইপোর মৃত্যুর বদলা নিতে গত বছর ডিসেম্বরে কামরানকে উপত্যকায় পাঠানোর সিদ্ধান্ত নেয় জইশ। তার নির্দেশ মেনে গত বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে দুই সহযোগীকে সঙ্গে নিয়ে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে উপত্যকায় অনুপ্রবেশ করে রশিদ। হামলার ছক কষতে শুরু করে। সেইসময় উপত্যকার বাসিন্দা, স্কুলছুট আদিল আহমেদ দারের নাগাল পায় সে। নাশকতা চালাতে তাকে প্রশিক্ষণ দিতে শুরু করে।

আরও পড়ুন: পুলওয়ামা কাণ্ডের মাস্টারমাইন্ড, মাসুদ ঘনিষ্ঠ কামরান খতম, সংঘর্ষে হত চার সেনাও​

৯ ফেব্রুয়ারি, সংসদভবন হামলায় সাজাপ্রাপ্ত আফজল গুরুর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। কিন্তু কোনও কারণে তা হয়ে ওঠেনি। গোয়েন্দা সূত্রে খবর, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলার দিনকয়েক আগে রতনীপুরা এলাকায় একদল জঙ্গির সঙ্গে সংঘর্ষ বেধেছিল নিরাপত্তা বাহিনীর। তাতে এক জঙ্গির মৃত্যু হয়। হাত ফস্কে পালিয়ে যায় তিনজন। পালিয়ে যাওয়া ওই তিন জঙ্গির মধ্যে জইশ কমান্ডার রশিদ সামিল ছিল বলে জানা গিয়েছে। তার পরেই আদিল আহমেদ দরকে দিয়ে সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালায় সে।

কামরানের নেতৃত্বেই দক্ষিণ কাশ্মীরে জইশ-ই-মহম্মদের নেটওয়ার্ক আরও মজবুত হয়ে ওঠে বলে দাবি গোয়েন্দাদের। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে উপত্যকার কমবয়সী ছেলেমেয়েদের মগজধোলাই করত সে। নাশকতামূলক কাজকর্মে তাদের যুক্ত করত। সিআরপিএফ কনভয়ে হামলার পরই তার খোঁজে তল্লাশি শুরু হয় উপত্যকা জুড়ে। সেইসময় পুলওয়ামাতেই গা ঢাকা দিয়ে ছিল সে। গতকাল রাতে সেখানেই সেনার সঙ্গে সংঘর্ষ বাধে তার। তাতে মৃত্যু হয় তার।

যদিও পাকিস্তানি সংবাদমাধ্যম এই দাবি মানতে রাজি নয়। পুলওয়ামা কাণ্ডে আব্দুল রশিদ গাজির নাম উঠে এলে, অভিযোগ অস্বীকার করে দুনিয়া নিউজ নামে সে দেশের একটি পোর্টাল। ২০০৭ সালে পাকিস্তানি সেনার হাতে তার মৃত্যু হয়েছে বলে পাল্টা দাবি তোলে তারা। যদিও তার সপক্ষে তারা উপযুক্ত প্রমাণ তুলে ধরতে পারেনি।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন