এই গ্রামে কোনও মেয়ে বিয়ে করতে চান না!

টানা ৫ বছর হন্যে হয়ে খুঁজেও বিয়ের জন্য পাত্রী পাননি মোহন যাদব। শুধু মোহনই নন। মধ্যপ্রদেশের ছাত্তরপুর জেলার ছোট্ট গ্রাম তেরিয়ামারেতে তাঁর মতো আরও ৬০ জন যুবক রয়েছেন। যাঁরা দিন গুনছেন বিয়ের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৬ ১০:৪৯
Share:

টানা ৫ বছর হন্যে হয়ে খুঁজেও বিয়ের জন্য পাত্রী পাননি মোহন যাদব। শুধু মোহনই নন। মধ্যপ্রদেশের ছাত্তরপুর জেলার ছোট্ট গ্রাম তেরিয়ামারেতে তাঁর মতো আরও ৬০ জন যুবক রয়েছেন। যাঁরা দিন গুনছেন বিয়ের। কিন্তু হাজার চেষ্টা করেও কিছুতেই বিয়ে হচ্ছে না। অবশ্য এর জন্য মোহনরা দায়ী নন। বলতে পারেন দায়ী তাঁদের ভাগ্য।

Advertisement

তাঁদের গ্রাম অনেক বছর ধরেই জল সঙ্কটে রয়েছে। সঙ্কট এতটাই যে গ্রামের মেয়েদের মাইলের পর মাইল হেঁটে গিয়ে জল আনতে হয়। তেরিয়ামার গ্রামে ৪০০ ফুট গভীরতার যে কটা নলকূপ ছিল সবকটিই শুকিয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই প্রভাব পড়েছে জনজীবনে। তেরিয়ামারের এই দুরাবস্থার খবর জানতে বাকি নেই আশেপাশের গ্রামের। তাই সে গ্রামে কেউই তাঁদের মেয়ের বিয়ে দিতে চান না। ফলে অবিবাহিতই থেকে যাচ্ছেন মোহনরা। কবে এই সমস্যা থেকে মুক্তি ঘটবে তাও জানা নেই কারও।

আরও পড়ুন: কোন ইঙ্গিতে বুঝবেন প্রেমিক বিয়ে করতে চাইছেন

Advertisement

ছাত্তরপুর জেলা প্রশাসক সূত্রে খবর, ওই গ্রামে নলকূপ বসানোর জন্য একটা জায়গা চিহ্নিত হয়েছে। তবে কাজ শুরু হতে সময় লাগবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন