প্রতীকী ছবি।
স্ত্রীর প্রণয়ীর গুলিতে প্রাণ হারালেন সমাজবাদী পার্টির এক নেতা। উত্তরপ্রদেশের সম্ভল জেলার নয়ি বস্তি এলাকায় শুক্রবারের ঘটনা।
জেলার এসপি যমুনা প্রসাদ জানিয়েছেন, সমাজবাদী পার্টির নেতা জগদীশ মালি (৩৫)-র স্ত্রীর সঙ্গে অনেক দিন ধরেই প্রেম চলছিল দিলীপ নামে এক স্থানীয় যুবকের। চন্দৌসি পুলিশ ফাঁড়ি এলাকার নয়ি বস্তি অঞ্চলে শুক্রবার সন্ধ্যায় দিলীপের সঙ্গে বচসা ও হাতাহাতি হয় জগদীশের। তারই মধ্যে পকেট থেকে বন্দুক বের করে জগদীশকে লক্ষ্য করে গুলি চালায় দিলীপ। ঘটনাস্থলেই মৃত্যু হয় জগদীশের। মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে জগদীশের স্ত্রীকে। তবে দিলীপ পলাতক।
ঘটনার পর সমাজবাদী পার্টির নয়ি বস্তি ইউনিট সভাপতি ফিরোজ খান যান জগদীশের বাড়িতে। তিনি জানান, চন্দৌসি পুরসভার নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার জন্য দলের টিকিট চেয়েছিলেন জগদীশ।
আরও পড়ুন- যোগীকে কালো পতাকা দেখিয়ে ভিটেছাড়া পূজা!
আরও পড়ুন- এসপি-কে রুখতে বিজেপির অস্ত্র শিবপাল