পাঁচ কোটি টাকা খোরপোশের দাবি শুনে মামলাকারী স্ত্রীকে ধমক সুপ্রিম কোর্টের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিয়ের এক বছর কাটতে না কাটতেই বিচ্ছেদের আর্জি জানিয়েছেন স্ত্রী। খোরপোশ বাবদ স্বামীর থেকে পাঁচ কোটি টাকাও দাবি করেছেন তিনি। মহিলার এমন দাবি শুনেই ধমক দিল সুপ্রিম কোর্ট। এমন দাবি করতে থাকলে খুব কঠোর নির্দেশ দেওয়া হবে বলেও জানিয়েছে আদালত।
সম্প্রতি ওই মামলা চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা ওই মহিলার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি কী ভাবে পাঁচ কোটি টাকা খোরপোশ দাবি করেন, তা নিয়েও প্রশ্ন আদালতের। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, পাঁচ কোটি টাকা খোরপোশের দাবি অযৌক্তিক। মামলাকারী দু’পক্ষকেই সুপ্রিম কোর্টের মধ্যস্থতা কেন্দ্র (মিডিয়েশন সেন্টার)-এ গিয়ে বিষয়টির নিষ্পত্তি করার নির্দেশ দেয়। ওই সময়েই স্বামীর উদ্দেশে বিচারপতি পারদিওয়ালা বলেন, “তাঁকে (স্ত্রীকে) ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলে আপনি ভুল করবেন। আপনি তাঁকে নিজের সঙ্গে রাখতে পারবেন না। তাঁর অনেক বড় বড় স্বপ্ন।”
বিয়ের এক বছর হতে না হতেই যে বিচ্ছেদের আর্জি জানানো হয়েছে, তা-ও নজরে আসে সুপ্রিম কোর্টের। বিচারপতি বলেন, “দু’জনের মধ্যে মাত্র এক বছরের বৈবাহিক সম্পর্ক। আমাদের বলা হয়েছে, স্ত্রী এই বিচ্ছেদের জন্য ৫ কোটি টাকা দাবি করেছেন। যদি স্ত্রী এমন দাবি করতে থাকেন, তা হলে আমরা কিছু কড়া নির্দেশ দিতে বাধ্য হব, যা হয়তো তিনি পছন্দ করবেন না।”
এই মামলার ক্ষেত্রে স্বামী এক নামী বহুজাতিক সংস্থায় ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত। বিবাহবিচ্ছেদের মামলায় তিনি প্রথমে স্ত্রীকে ৩৫-৪০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি স্ত্রী। এ অবস্থায় দু’পক্ষকেই সুপ্রিম কোর্টের মধ্যস্থতা কেন্দ্রে গিয়ে বিষয়টির নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আদালত। তার পরে আগামী ৫ অক্টোবর ফের তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে।