জেলে যাব, কিন্তু ফাইন দেব না: শ্রী শ্রী রবি শঙ্কর

জাতীয় পরিবেশ আদালতের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হাঁটার কথা ঘোষণা করলেন স্বঘোষিত ধর্মগুরু শ্রী শ্রী রবি শঙ্কর। সাফ জানালেন, ‘‘প্রয়োজনে জেলে যাব। কিন্তু এক পয়সাও ক্ষতিপূরণ দেব না।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ১৪:৩৮
Share:

জাতীয় পরিবেশ আদালতের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হাঁটার কথা ঘোষণা করলেন স্বঘোষিত ধর্মগুরু শ্রী শ্রী রবি শঙ্কর। সাফ জানালেন, ‘‘প্রয়োজনে জেলে যাব। কিন্তু এক পয়সাও ক্ষতিপূরণ দেব না।’’

Advertisement

আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতির জন্য যমুনার চরে নির্মাণ কাজের ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে শ্রী শ্রী রবিশঙ্করের সংস্থা ‘আর্ট অব লিভিং’-কে। গতকাল এই নির্দেশের পরেই আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবকে ছাড়পত্র দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত।

শুরু থেকেই অনুষ্ঠানটি ঘিরে প্রচারের খামতি ছিল না। গোটা দিল্লির রাস্তায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে বিশাল বিশাল হোর্ডিং। দিল্লিগামী সব ট্রেনেই উপচে পড়া ভিড়। সকলেই যাচ্ছেন রবিশঙ্করের অনুষ্ঠানে যোগ দিতে। ১১ মার্চ, শুক্রবার থেকে নয়াদিল্লিতে শুরু হওয়ার কথা ওই আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। চলার কথা তিন দিন ধরে।

Advertisement

কিন্তু এই অনুষ্ঠান নিয়েই কিছুদিন আগেই প্রশ্ন তোলেন পরিবেশবিদরা। তাঁদের অভিযোগ, অনুষ্ঠানটির জন্য যমুনার তীরে প্রচুর নির্মাণকাজ হচ্ছে। যার ফলে দিল্লি থেকে নয়ডার মধ্যে প্রায় হাজার একর জলাভূমি চিরতরে হারিয়ে যাবে। কার্যত মাঠে পরিণত হবে গোটা এলাকাটি। তা ছাড়া, যমুনার চরে এই অনুষ্ঠানের জন্য শুধু নদীতেই নয়, গোটা এলাকাতেই দূষণ বাড়বে। নষ্ট হবে নদীর বাস্তুতন্ত্র। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। পরিবেশবিদ তথা আদালতে আবেদনকারী মনোজ মিশ্রের মতে, অনুষ্ঠানের জন্য একটু একটু করে প্রতি মুহূর্তে নষ্ট করা হচ্ছে নদী ও নদীর চর, যা আর কোনও দিন ফেরানো যাবে না!

কালকের রায়েই প্রমাণিত, তাঁদের এই অভিযোগ মেনেই নিয়েছে আদালত।

কিন্তু পরিবেশ ধ্বংসের অভিযোগ মানতে নারাজ শ্রী শ্রী রবি শঙ্কর। তাঁর অনড় অবস্থানের জন্য আপাতত এই অনুষ্ঠানের ভাগ্য বিশ বাঁও জলে।

আরও পড়ুন-মমতা চেয়েছিলেন কলকাতাতেই হোক এই আন্তর্জাতিক উৎসব: শ্রী শ্রী রবি শঙ্কর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন