প্রিয়ঙ্কা এলেন না, ছেলে আসছে রাজনীতিতে?

অমেঠীতে হঠাত্ই হাজির হল সে। রাতে গ্রামবাসীদের সঙ্গে খাওয়াদাওয়ার পাশাপাশি রাত্রিবাসও করে। সে আর কেউ নয় প্রিয়ঙ্কা-তনয় রেহান বঢরা। বয়স মাত্র চোদ্দ। মামা রাহুল গাঁধীর নির্বাচনী কেন্দ্রে তার আবির্ভাব নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তা হলে এ বার কি রাজনীতির পথে নামতে চলেছে রেহান? প্রশ্নটা বিভিন্ন মহলে ঘুরপাক খেলেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ‘নেক্স জেন’-এর কাছ থেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ১৫:১৯
Share:

মায়ের সঙ্গে ছোট্ট রেহান। ছবি: এএফপি।

অমেঠীতে হঠাত্ই হাজির হল সে। রাতে গ্রামবাসীদের সঙ্গে খাওয়াদাওয়ার পাশাপাশি রাত্রিবাসও করে। সে আর কেউ নয় প্রিয়ঙ্কা-তনয় রেহান বঢরা। বয়স মাত্র চোদ্দ। মামা রাহুল গাঁধীর নির্বাচনী কেন্দ্রে তার আবির্ভাব নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তা হলে এ বার কি রাজনীতির পথে নামতে চলেছে রেহান? প্রশ্নটা বিভিন্ন মহলে ঘুরপাক খেলেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ‘নেক্স জেন’-এর কাছ থেকে।

Advertisement

রাজনীতির আঙিনায় নামার আগে ঠিক এ রকমই অমেঠীতে আবর্ভাব হয়েছিলেন রাহুল গাঁধী। সেখানকার দলিত পরিবারে খাওয়াদাওয়া, রাত কাটানো, গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অসুবিধার কথা জানতে চাওয়া আর তার পরেই রাজনীতিতে অভিষেক রাহুলের। মামার মতো ঠিক একই কায়দায় অমেঠীতে রেহানের আবির্ভাবও কি সেই একই ইঙ্গিত দিচ্ছে, জল্পনা এখন সব মহলে। রাজনীতিতে তিনি আগ্রহী, ফেসবুক পেজে রেহানের এই মন্তব্য জল্পনা আরও উস্কে দিয়েছে। তবে কি নিঃশব্দেই আরও এক নতুন সদস্যের আবির্ভাব ঘটতে চলেছে কংগ্রেসের রাজনীতিতে।

২০০০ সালের ২৯ অগস্ট রেহানের জন্ম। বর্তমানে দেহরাদূনে পড়াশোনা করছে সে। নিরাপত্তাজনিত কারণে তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কিছু প্রকাশ্যে আসেনি।

Advertisement

২০১৪-র জুলাইয়ে এ রকমই বন্ধুদের সঙ্গে সংসদে সটান হাজির হয়েছিল রেহান। ভিজিটর্স গ্যালারিতে বসে দেখেছে লোকসভার অধিবেশন। কংগ্রেসের সংসদীয় দলের কার্যালয়েও সে গিয়েছিল সে দিন।

মা সনিয়া গাঁধী এবং ভাই রাহুলের নির্বাচনী কেন্দ্রে প্রচারে গেলেই মাঝে মধ্যেই তাঁর দুই ছেলেমেয়ে রেহান ও মিরায়াকে সঙ্গে নিয়ে যেতেন প্রিয়ঙ্কা। সে দিক থেকে দেখতে গেলে অমেঠীর সঙ্গে রেহানের পরিচিতি খুব ছোটবেলা থেকেই। এত দিন গিয়েছিল মায়ের সঙ্গে, শনিবার বন্ধুদের নিয়ে অমেঠীতে আবির্ভাব যেন অনেক বেশি চমকপ্রদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন