Honour killing

পরিবারের ইচ্ছার বিরুদ্ধে প্রেমিককে বিয়ে! পরের দিনই মৃত্যু তরুণীর, গ্রেফতার বাবা, ভাই

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়ের বিয়ের কথা জানতে পেরে তাঁকে খুনের পরিকল্পনা করেন তিনি। মেয়েকে জানান, ধুমধাম করে তাঁর বিয়ে দিতে চান। এই বলে নেহাকে বাড়ি নিয়ে আসেন ভানু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২২:৫৪
Share:

মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রেমিককে বিয়ে করেছিলেন ২৩ বছরের তরুণী। পরের দিনই বাড়ি থেকে উদ্ধার হল দেহ। অভিযোগ, বাবা এবং ভাই গলা টিপে খুন করেছেন তাঁকে। প্রমাণ লোপাট করতে দ্রুত দাহও করেছেন দেহ। নয়ডার ঘটনা। অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মৃতার নাম নেহা রাঠৌর। তিনি নয়ডা সেন্ট্রালের বাসিন্দা। উত্তরপ্রদেশের হাপুরের দেবেন্দ্র সিংহের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর। দু’জনে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও দেবেন্দ্র ভিন্ন সম্প্রদায়ের বলে নেহার পরিবার সেই সম্পর্ক মেনে নেননি। শেষ পর্যন্ত গত মঙ্গলবার গাজ়িয়াবাদের আর্য সমাজ মন্দিরে দেবেন্দ্র এবং নেহা বিয়ে করেন। তাঁর বাবা ভানু রাঠৌর বিষয়টি জানতে পারেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়ের বিয়ের কথা জানতে পেরে তাঁকে খুনের পরিকল্পনা করেন তিনি। মেয়েকে জানান, ধুমধাম করে তাঁর বিয়ে দিতে চান। এই বলে নেহাকে বাড়ি নিয়ে আসেন ভানু।

অভিযোগ, বাড়িতে নিয়ে গিয়ে নেহাকে খুন করেন ভানু এবং তাঁর পুত্র হিমাংশু। নয়ডা পুলিশের ডেপুটি কমিশনার শক্তিমোহন অবস্তী জানান, তরুণীর মৃত্যুর সংবাদ মেলার তিন ঘণ্টার মাথায় রহস্যের কিনারা করেছে পুলিশ। মেয়ের বিয়ে মেনে নিতে না পেরেই তাঁকে খুন করেছেন ভানু। সঙ্গে ছিলেন হিমাংশুও। দু’জনকেই খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement