প্রতীকী ছবি।
ভাইয়ের কিডনির অসুখের চিকিৎসা করাতে শ্বশুরবাড়িতে ডাকাতি করানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ৩০ লক্ষ টাকা ডাকাতির অভিযোগে ওই মহিলা, তাঁর মা এবং ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উত্তরপ্রদেশের মেরঠের।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম পূজা মিত্তল। তাঁর স্বামী পীযূষ মিত্তল এক জন বস্ত্র ব্যবসায়ী। গত ১৫ অক্টোবর তাঁর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ব্যবসায়ী পুলিশের কাছে অভিযোগ জানান, বাড়ি থেকে ৩০ লক্ষ টাকার গয়না এবং নগদ ৫০ হাজার টাকা লুট করা হয়েছে। সেই অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ।
ব্যবসায়ীর বাড়ি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তকারী দলটি। মেরঠের এই ডাকাতির ঘটনায় হুলস্থুল পড়ে যায় ওই অঞ্চলের ব্যবসায়ী মহলে। অভিযুক্তদের দ্রুত খুঁজে বার করতে পুলিশের কাছেও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তদন্তে নেমে পুলিশের প্রথমে সন্দেহ হয় ব্যবসায়ীর স্ত্রীকে। তাঁর গতিবিধির উপর নজর রাখা শুরু হয়। তার পরই তাঁকে এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ভাইয়ের কিডনির চিকিৎসা করানোর জন্য শ্বশুরবাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন পূজা। কিডনির চিকিৎসা করাতে যে বিপুল টাকা দরকার ছিল, সেটা জোগাড় করতেই এই কাজ করেছেন বলে পুলিশের কাছে দাবি করেন পূজা। তার পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় পূজার মা এবং আর এক ভাইকে।
পুলিশি জানিয়েছে, ধৃতদের কাছ থেকে লুটের সমস্ত গয়নাই উদ্ধার হয়েছে। সোনার গয়না ছিল ৩০ লক্ষ টাকার। এ ছাড়াও রুপোর গয়না ছিল ২১ হাজার টাকার। নগদ ৩৫ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, ব্যবসায়ীর তৃতীয় স্ত্রী পূজা। অন্য দিকে, পূজার এটি দ্বিতীয় বিয়ে। পীযূষের সঙ্গে সম্প্রতি বিয়ে হয়েছিল তাঁর। পূজার বাপের বাড়ির আর্থিক অবস্থা ভাল নয়। ভাই রবি কিডনির অসুখে ভুগছেন। চিকিৎসার জন্য টাকার দরকার ছিল পূজার। ভাইকে বাঁচাতে তাই শ্বশুরবাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না।