প্রাক্তন প্রেমিকার কামড়ে জিভ খোয়ালেন কানপুরের এক তরুণ। ছবি: সংগৃহীত।
প্রাক্তন প্রেমিকাকে জোর করে চুম্বন করে জিভ খোয়ালেন যুবক। কামড়ে যুবকের জিভ কেটে নেওয়ার অভিযোগ উঠল তরুণীর বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের।
পুলিশ সূত্রে খবর, কানপুরের দরিয়াপুরের বাসিন্দা চম্পি। তিনি বিবাহিত। পাড়ারই এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তরুণীর বাড়ি থেকে সম্বন্ধ দেখে অন্যত্র বিয়ে ঠিক হওয়ার পর থেকেই চম্পির সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন তিনি। আর এই ঘটনায় হতাশ হয়ে পড়েছিলেন চম্পি। তিনি প্রেমিকার সঙ্গে বার বার দেখা করার চেষ্টাও করেছিলেন। কিন্তু পারেননি।
অবশেষে সোমবার ওই তরুণী গ্রামেরই একটি পুকুরের ধার থেকে মাটি আনতে গিয়েছিলেন। একাই ছিলেন তিনি। সেই সময় তাঁর পথ আটকে দাঁড়ান চম্পি। অভিযোগ, তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেন। টেনে নিয়ে গিয়ে জোর করে চমু খাওয়ার চেষ্টা করেন। তাঁকে ঠেলে সরিয়ে দেন। কিন্তু তার পরেও তরুণীর সঙ্গে জবরদস্তি করেন বলে অভিযোগ। তাঁকে চুম্বন করার চেষ্টা করতে যেতেই চম্পির জিভ কামড়ে ছিঁড়ে ফেলেন তরুণী। চম্পির চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কানপুরের বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ডেপুটি পুলিশ কমিশনার দীনেশ ত্রিপাঠী জানিয়েছেন, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।