Man Killed by Wife

পারিবারিক অশান্তির জের, ঝগড়ার সময় শিলনোড়া দিয়ে স্বামীর মাথা থেঁতলে খুন স্ত্রীর! বিয়ে হয়েছিল চার বছর আগে

পুলিশ সূত্রে খবর, গৌরবের সঙ্গে সোনির বিয়ে হয়েছিল চার বছর আগে। সোনি উত্তরপ্রদেশের বাসিন্দা। আর গৌরব জয়পুরের প্রতাপনগরের। কোন ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা শুরু হয় তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১১:৪৯
Share:

প্রতীকী ছবি।

পারিবারিক অশান্তির জেরে স্বামীকে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। অভিযুক্ত মহিলার নাম সোনি প্রজাপত। স্বামী গৌরব কুমার সিঙ্ঘলকে খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গৌরবের সঙ্গে সোনির বিয়ে হয়েছিল চার বছর আগে। সোনি উত্তরপ্রদেশের বাসিন্দা। আর গৌরব জয়পুরের প্রতাপনগরের। কোন ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা শুরু হয় তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ জানতে পেরেছে শুক্রবার গৌরব কাজ থেকে ফেরার পরই স্বামী-স্ত্রীর মধ্যে কোনও একটি বিষয় নিয়ে চেঁচামেচি শুরু হয়। প্রতিবেশীদের দাবি, তাঁরাও দম্পতির ঝগড়ার আওয়াজ পেয়েছিলেন। বেশ কিছু ক্ষণ ধরেই দম্পতির মধ্যে ঝগড়া চলছিল।

এক প্রতিবেশীর দাবি, হঠাৎই সোনির কান্নার আওয়াজ পাওয়া যায়। সন্দেহ হওয়ায় তিনি সোনিদের বাড়িতে যান। গিয়ে যা দৃশ্য দেখেছিলেন, তা দেখে আতঙ্কে বাইরে বেরিয়ে এসে লোকজনদের ডাকেন। ওই প্রতিবেশী জানিয়েছেন, সোনিদের ঘরে উঁকি মারতেই দেখেন, মেঝেতে পড়ে রয়েছেন গৌরব। মাথা থেঁতলানো। রক্তে ভেসে যাচ্ছে ঘর। স্বামীর দেহের পাশে বসে রয়েছেন সোনি। প্রতিবেশীরাই গৌরবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন তাঁর মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ এসে সোনিকে গ্রেফতার করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement