বৈঠক থামিয়ে হেনস্থার নালিশ

নতুন টিকিট কাউন্টার উদ্বোধন করে সবে সাংবাদিক বৈঠক শুরু করেছিলেন পরিবহণ মন্ত্রী এম আর বিজয়ভাস্কর। স্থানীয় কয়েকটি টিভি চ্যানেল তা সরাসরি সম্প্রচারও করছিল। নাটকীয় ভাবে সেখানে আবির্ভাব হয় এক তরুণীর। মন্ত্রীকে থামিয়ে তিনি জানান, রাজ্যের পুলিশ তাঁকে কী ভাবে হেনস্থা করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৭ ০৩:০০
Share:

নতুন টিকিট কাউন্টার উদ্বোধন করে সবে সাংবাদিক বৈঠক শুরু করেছিলেন পরিবহণ মন্ত্রী এম আর বিজয়ভাস্কর। স্থানীয় কয়েকটি টিভি চ্যানেল তা সরাসরি সম্প্রচারও করছিল। নাটকীয় ভাবে সেখানে আবির্ভাব হয় এক তরুণীর। মন্ত্রীকে থামিয়ে তিনি জানান, রাজ্যের পুলিশ তাঁকে কী ভাবে হেনস্থা করেছে। সোমবার চেন্নাইয়ের ঘটনা। অভিযোগকারিণীর নাম অন্নপূর্ণা, তিনি বেঙ্গালুরুতে থাকেন। তাঁর অভিযোগ, অনেক দূর সফর করে তাঁর শরীর অত্যধিক খারাপ লাগায় একটি বাস টার্মিনাসে শুয়েছিলেন তিনি। দুই মহিলা-সহ চার পুলিশ নিরাপত্তার নামে সেখানে তাঁকে যথেচ্ছ হেনস্থা করেছেন। মহিলার অভিযোগ শুনে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement