Chhattisgarh Woman Constable

‘কেন এসেছেন?’ ছত্তীসগঢ়ে মহিলা কনস্টেবলকে মারধর, ছেঁড়া হল উর্দি! বিক্ষোভকারীদের হটাতে গিয়ে আক্রান্ত , ধৃত দুই

কয়লা খনি প্রকল্পের বিরোধিতা করে রায়গড়ের তামনার ব্লকের ১৪টি গ্রামের মানুষ প্রতিবাদে নেমেছেন। সেই বিক্ষোভ হটাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৪:৫৫
Share:

প্রতীকী ছবি।

বিক্ষোভকারীদের হটাতে গিয়ে ছত্তীসগঢ়ের রায়গড়ে আক্রান্ত হতে হল এক মহিলা কনস্টেবলকে। ঘটনাটি ২৭ ডিসেম্বরের হলেও সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

Advertisement

কয়লা খনি প্রকল্পের বিরোধিতা করে রায়গড়ের তামনার ব্লকের ১৪টি গ্রামের মানুষ প্রতিবাদে নেমেছেন। সেই বিক্ষোভ হটাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। হাজারেরও বেশি গ্রামবাসী মারমুখী হয়ে ওঠেন। ভাঙচুর চালানো হয় গাড়িতে। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। মারধরও করা হয় বলে অভিযোগ। শুধু সরকারি সম্পত্তিই নয়, ব্যক্তিগত সম্পত্তিও নষ্ট করার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

বিপুল সংখ্যক গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে পিছু হটে পুলিশ। অভিযোগ, এক মহিলা পুলিশকর্মীকে তাড়া করেন কয়েক জন। তিনি মাটিতে প়ড়ে যান। বিক্ষোভকারীদের কাছে কাতর আর্জি জানান। কিন্তু ওই মহিলা কনস্টেবলকে রেয়াত করা হয়নি বলে অভিযোগ। হামলাকারীরা তাঁকে জিজ্ঞাসা করতে থাকেন, কেন এখানে এসেছেন? তার পরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয় উর্দিও। এই ঘটনায় দু’জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলেজানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement