প্রতীকী ছবি।
যুবকের বাগ্দানের দিন ক্ষণ স্থির হয়ে গিয়েছিল। কিন্তু তার আগেই ঘটল বিপত্তি। তাঁর হবু শ্বশুরের সঙ্গে পালিয়ে গেলেন মা। আর এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় উত্তরপ্রদেশের উজ্জয়িনী জেলার বড়নগরে।
পুলিশ সূত্রে খবর, সপ্তাহখানেক আগে এক মহিলার নিখোঁজ ডায়েরি করেন তাঁর পরিবার। বড়নগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। আট দিন ধরে নিখোঁজ ছিলেন মহিলা। পরিবার সূত্রে খবর, তাঁর খোঁজে বেশ কয়েক জন আত্মীয়ের বাড়িতে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তাঁকে খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় তারা।
তদন্তে নেমে পুলিশ ওই মহিলার খোঁজ পায়। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, বছর পঞ্চাশের এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মহিলা। দু’জনকেই উদ্ধার করে নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বড়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অশোক পতিদার জানিয়েছেন, মহিলা তাঁদের কাছে দাবি করেছেন, স্বেচ্ছায় তিনি ওই ব্যক্তি সঙ্গে চলে এসেছেন। তদন্তে পুলিশ জানতে পেরেছে, যে ব্যক্তির সঙ্গে মহিলা পালিয়ে গিয়েছিলেন, সেই ব্যক্তি তাঁর পুত্রের হবু শ্বশুর। মহিলা দাবি করেছেন, ওই ব্যক্তি তাঁর প্রেমিক। তাঁর সঙ্গেই সংসার করতে চান।
জানা গিয়েছে, পুত্রের সম্বন্ধ ঠিক হওয়ার পর তাঁর হবু শ্বশুরের সঙ্গে আলাপচারিতা জমে উঠেছিল মহিলার। তার পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দু’জনেই ঠিক করেন নতুন করে সংসার পাতবেন। সেইমতো পরিকল্পনাও করেছিলেন। সুযোগ বুঝে দু’জনে পালিয়ে যান। মহিলাকে খুঁজে না পেয়ে তাঁর বাড়ির লোকেরা পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মহিলা তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়েছেন। ঘটনাচক্রে, সেই প্রেমিক আর কেউ নন, মহিলার পুত্রের হবু শ্বশুর। পুলিশ জানিয়েছে, দু’জনেই প্রাপ্তবয়স্ক। ফলে তাঁদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। দু’জনকেই তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।