Naka Checking

নাকা চেকিংয়ের সময় বাইক থেকে পড়ে যান মহিলা! পুলিশের সামনেই পিষে দিয়ে চলে গেল ট্রাক

পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানান, রবিবার রাতে নিগোহী এলাকার ধুলিয়ায় নাকা চেকিং করছিল পুলিশ। সে সময় কল্যাণপুরের বাসিন্দা প্রদীপ স্ত্রী অমরাবতীকে বাইকে বসিয়ে বিয়ে বাড়ি যাচ্ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৬:১৪
Share:

বাইক দুর্ঘটনায় মৃত মহিলা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাস্তায় নাকা চেকিং করছিল পুলিশ। আচমকাই একটি বাইকে লাঠির আঘাত করেন এক পুলিশকর্মী। তার অভিঘাতে বাইক থেকে পড়ে যান সওয়ার মহিলা। তখনই তাঁকে পিষে দিয়ে চলে যায় একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩৪ বছরের ওই মহিলার। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। রাস্তা অবরোধ করেন। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেন স্থানীয়েরা।

Advertisement

পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানান, রবিবার রাতে নিগোহী এলাকার ধুলিয়ায় নাকা চেকিং করছিল পুলিশ। সে সময় কল্যাণপুরের বাসিন্দা প্রদীপ স্ত্রী অমরাবতীকে বাইকে বসিয়ে বিয়ে বাড়ি যাচ্ছিলেন। চেকপোস্ট তাঁর বাইকে সজোরে লাঠি দিয়ে আঘাত করেন এক সাব-ইনস্পেক্টর। অভিযোগ, ভারসাম্য হারিয়ে ফেলেন বাইকের চালক। তখনই তা থেকে পড়ে যান অমরাবতী। তাঁকে পিষে দিয়ে চলে যায় একটি ট্রাক।

নিগোহী থানার সাব-ইনস্পেক্টর ঋষিপাল এবং ট্রাক চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। তদন্তের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার দেবেন্দ্র কুমার। তিলহারের বিজেপি বিধায়ক সালোনা কুশওয়াহা জানিয়েছেন, ওই এলাকায় নিয়মিত নজরদারি চালায় পুলিশ। চেকিং চলে। তবে তাদের স্থানীয়দের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। বিয়ের মরসুমে নিয়মিত ওই রাস্তায় চেকিং করতে পুলিশকে বারণ করেছেন বলেও জানান সালোনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement