— প্রতীকী চিত্র।
বেঙ্গালুরুতে এক মহিলার বাড়িতে ঢুকে তাঁকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতনের পরে তাঁর বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে অভিযুক্ত পাঁচ জন চম্পট দিয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা পশ্চিমবঙ্গের। এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দু’জন অভিযুক্তের খোঁজ চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গাঙ্গোনডানাহাল্লিতে এই ঘটনা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। এক পুলিশ অফিসার জানিয়েছেন, অভিযুক্তেরা নির্যাতিতাকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন করেন। এর পরে তাঁর বাড়ি থেকে ২৫ হাজার টাকা নগদ এবং দু’টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।
বেঙ্গালুরু (রুরাল) পুলিশ সুপার সিকে বাবা জানান, ঘটনার গুরুত্ব দেখে এসপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনটি বিশেষ দলও গঠন করা হয়েছে। তিন জন ধরা পড়েছেন। বাকি দুই অভিযুক্তের খোঁজ চলছে। নির্যাতিতা এবং অভিযুক্তেরা পরস্পরের পরিচিত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ঘটনার সময়ে ওই বাড়িতে নির্যাতিতা ছাড়াও এক মহিলা, দু’জন প্রাপ্তবয়স্ক এবং দুই শিশু উপস্থিত ছিলেন।