Wife Killed Husband

প্রথম স্ত্রীকেই বেশি ভালবাসেন: ঘুমের মধ্যে স্বামীকে গলা টিপে খুন দ্বিতীয় পক্ষের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০০ সালে সঞ্জয়ের সঙ্গে কবিতার বিয়ে হয়েছিল। তখন সঞ্জয় বিবাহিত ছিলেন। চাণ্ডা মাজরার গ্রামে থাকতেন তাঁর প্রথম স্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১৭:১৪
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্বামী প্রথম স্ত্রীর খোঁজখবর নিতেন বেশি! তাঁকে বেশি ভালবাসতেন! এই নিয়ে স্বামীর সঙ্গে স্ত্রীর নিত্য চলত অশান্তি। অভিযোগ, তার জেরেই ঘুমন্ত স্বামীকে গলা টিপে খুন করেছেন স্ত্রী। উত্তরপ্রদেশের মুজফ‌্ফরনগরের ঘটনা। স্বামীকে খুনের অভিযোগে ৩০ বছরের কবিতা সিংহকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ অগস্ট রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন সঞ্জয়কুমার সিংহ। সে সময় তাঁকে গলা টিপে কবিতা খুন করেন বলে অভিযোগ। সঞ্জয়ের বাবা ভোপাল সিংহ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শনিবার কবিতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক দীনেশ চাঁদ বাঘেল।

পুলিশ জানিয়েছে, জেরার সময় কবিতা নিজের দোষ স্বীকার করেছেন। জানিয়েছেন, সঞ্জয় যখন ঘুমিয়েছিলেন, তখন তাঁকে খুন করেছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০০ সালে সঞ্জয়ের সঙ্গে কবিতার বিয়ে হয়েছিল। তখন সঞ্জয় বিবাহিত ছিলেন। চাণ্ডা মাজরার গ্রামে থাকতেন তাঁর প্রথম স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে সঞ্জয়ের আইনি বিচ্ছেদ হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement