Bengaluru Bus Driver

নির্দিষ্ট স্টপেজের আগে নামতে চেয়েছিলেন, বাস থামাতে না চাওয়ায় চালককে জুতোপেটা মহিলা যাত্রীর

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম কাব্যা। পেশায় তিনি এক জন সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। চালকের দাবি, মহিলা যাত্রী কাইকোন্ড্রাহাল্লি পর্যন্ত টিকিট কেটেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১০:৫৭
Share:

বাসচালককে মারধর মহিলা যাত্রীর। ছবি: সংগৃহীত।

নির্দিষ্ট স্টপেজের আগেই নামতে চেয়েছিলেন মহিলা যাত্রী। কিন্তু চালক এবং কন্ডাক্টর জানিয়ে দেন, নির্দিষ্ট স্টপেজের আগে বাস থামানো যাবে না। আর তা নিয়েই শুরু হয়ে যায় বচসা। অভিযোগ, কথা কাটাকাটির মধ্যে আচমকাই চালককে জুতোপেটা করতে শুরু করেন ওই যাত্রী। ঘটনাটি বেঙ্গালুরুর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম কাব্যা। পেশায় তিনি এক জন সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। চালকের দাবি, মহিলা যাত্রী কাইকোন্ড্রাহাল্লি পর্যন্ত টিকিট কেটেছিলেন। রাস্তায় খুব যানজট ছিল। তাই বাস খুব ধীরে ধীরে চালাতে হচ্ছিল। পুলিশও বাস দাঁড় করাতে দিচ্ছিল না। সেই সময় মহিলা যাত্রী কন্ডাক্টরকে জানান, নির্দিষ্ট স্টপেজের আগে তিনি নেমে যেতে চান।

চালকের আরও দাবি, মহিলা যাত্রীকে জানানো হয় যে, যানজটের কারণে পুলিশ বাস যেখানে সেখানে দাঁড় করানোর অনুমতি দিচ্ছে না। কিন্তু ওই যাত্রী তর্ক জুড়ে দেন। কেন বার বার বলা সত্ত্বেও বাস দাঁড় করানো হচ্ছে না। যেখানে মহিলা নামতে চেয়েছিলেন সেখানে না নামিয়ে একটু ফাঁকা জায়গা দেখে বাস দাঁড় করানো হয়। মহিলা বাস থেকে নামেন। কিন্তু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন বলে অভিযোগ। চালকের দাবি, মহিলার আচরণের প্রতিবাদ করেন তিনি। তাঁকে জানানো হয়, বাসে সিসিটিভি ক্যামেরা আছে এই ধরনের ভাষা ব্যবহার করবেন না। অভিযোগ, মহিলা যাত্রী আবার বাসে উঠে আসেন। তার পর জুতো খুলে তাঁকে মারতে শুরু করেন।

Advertisement

মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement