Maharashtra

দু’ঘণ্টার ব্যবধানে তিনজনের হাতে ধর্ষিত যুবতী

গত ১৯ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে নবি মুম্বইয়ে। মাত্র দু’ঘণ্টার ব্যবধানে। বুধবার পুলিশ জানিয়ছে, ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫১
Share:

ধর্ষণের প্রতীকী চিত্র।

দু’টি ভিন্ন জায়গায় ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণ করল তিন ব্যক্তি। গত ১৯ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে নবি মুম্বইয়ে। মাত্র দু’ঘণ্টার ব্যবধানে। বুধবার পুলিশ জানিয়ছে, ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছে।

Advertisement

রাবালে এমআইডিসি থানার স্টেশন অফিসার জানিয়েছেন, ১৮ ফেব্রুয়ারি ঘাটকোপার যাওয়ার ট্রেন মিস করেন ওই যুবতী। ওই দিন অন্য একটি ট্রেন ধরে থানে জেলার মাম্ব্রা স্টেশনে পৌঁছন। সেখানেই রাত কাটিয়ে ১৯ ফেব্রুয়ারি দিবা স্টেশনে যান। সেখানে গিয়ে নাকের নথ বিক্রির জন্য এক মহিলা ভিক্ষুকের সাহায্য চান। কিন্তু রাত অবধি সেটি বিক্রি করতে পারেননি তিনি। হাঁটতে হাঁটতে তিনি দিবা স্টেশনে পৌঁছনোর চেষ্টা করছিলেন। কিন্তু পথ খুঁজে পাচ্ছিলেন না।

রাত সাড়ে আটটার সময় জনৈক অটোচালককে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানান। অটোচালক তাঁকে স্টেশন পৌঁছে দেওয়ার পরিবর্তে একটি ভাঙাচোরা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে পুলিশকে জানিয়েছেন ওই যুবতী। ধর্ষণের পর ওই অটোচালক তাঁকে এক নির্জন জায়গায় মন্দিরের পাশে ছেড়ে দেয়।

Advertisement

তখন প্রায় রাত দশটা বাজে। সে সময় দুই বাইক আরোহী তাঁকে স্টেশনে পৌঁছে দেওয়ার নামে বাইকে তোলে। তার পর তাঁকে ঘাঁসোলি এলাকার নির্জন স্থানে নিয়ে গিয়ে ফের ধর্ষণ করে। ২৩ ফেব্রুয়ারি এই ঘটনার অভিযোগ দায়ের হয় রাবেলা এমআইডিসি স্টেশনে। তার পর অটোচালক সহ তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত তিনজনকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকার ছবি দিয়ে হোলির পোস্টার! অ্যান্টি রোমিও স্কোয়াডের হাতে গ্রেফতার যুবক

আরও পড়ুন: মেলানিয়ার ‘হ্যাপিনেস ক্লাসে’ খুদের নাচ মন জিতল নেটাগরিকদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement