National

দিল্লির রাস্তায় ৩০ বার কুপিয়ে খুন তরুণীকে, বাঁচাতে এলেন না কেউ!

প্রকাশ্য দিবালোকে জনবহুল রাস্তায় ভয়ঙ্কর হত্যাকাণ্ড দিল্লিতে। সর্বসমক্ষে এক তরুণীকে ৩০ বার ছুরি দিয়ে কোপালো এক যুবক। দেহ নিথর হয়ে যাওয়ার পরও চলতে থাকল ছুরির আঘাত। দেখে আঁতকে উঠলেন অনেকে। কিন্তু তরুণীকে রক্ষা করতে এগোলেন না কেউ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২৯
Share:

ছুরিকাঘাতের সেই ভয়ঙ্কর দৃশ্য। সিসিটিভিতে ধরা পড়েছে এই ছবি।

প্রকাশ্য দিবালোকে জনবহুল রাস্তায় ভয়ঙ্কর হত্যাকাণ্ড দিল্লিতে। সর্বসমক্ষে এক তরুণীকে ৩০ বার ছুরি দিয়ে কোপালো এক যুবক। দেহ নিথর হয়ে যাওয়ার পরও চলতে থাকল ছুরির আঘাত। দেখে আঁতকে উঠলেন অনেকে। কিন্তু তরুণীকে রক্ষা করতে এগোলেন না কেউ। মঙ্গলবার সকালের এই ঘটনার পর ফের তীব্র বিতর্কের কেন্দ্রে রাজধানীর অমানবিক মুখ। দিল্লি পুলিশ গ্রেফতার করেছে খুনি সুরেন্দ্র সিংহকে। তবে পুলিশি নিষ্ক্রিয়তাতেই এই ঘটনা বলে অভিযোগ মৃতা তরুণীর পরিবারের।

Advertisement

উত্তর দিল্লির বুরারি এলাকায় ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক যুবক বাইক নিয়ে হাজির হচ্ছে পথচলতি এক তরুণীর পাশে। বাইক দাঁড় করিয়ে এগিয়ে যাচ্ছে তরুণীর দিকে। এর পর ছুরি দিয়ে কোপানো শুরু। আক্রান্ত হয়ে চিৎকার করেছেন তরুণী, সাহায্য চেয়েছেন, কিন্তু কেউ এগিয়ে যাননি। কয়েক জন ঘটনাটি দেখে পাশ কাটিয়ে চলে গিয়েছেন। বাকিরা আতঙ্ক নিয়ে তাকিয়ে থেকেছেন, কিন্তু এগিয়ে যাওয়ার সাহস পাননি। বার বার ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে এর পর লুটিয়ে পড়েন তরুণী, দেহ নিথর হয়ে যায়। কিন্তু আঘাত থামেনি। তরুণীর স্পন্দন থেমে যাওয়ার পরও বেশ কয়েক বার ছুরির কোপ মারে ওই যুবক। সব মিলিয়ে প্রায় ৩০ বার। তার পর মৃত্যু নিশ্চিত করতে একটি বড় পাথর নিয়ে তরুণীর মাথা থেঁতলে দেয় ওই যুবক। শেষে তরুণীর নিথর দেহে সজোরে লাথি মারে সে। তার পর বাইক নিয়ে নির্ভয়ে এলাকা ছেড়ে চলে যায়।

মৃতা তরুণীর নাম করুণা। ২১ বছরের করুণা শিক্ষকতা করতেন। মধ্য তিরিশের সুরেন্দ্র দীর্ঘ দিন ধরেই করুণাকে উত্যক্ত করছিলেন বলে তাঁর পরিবারের অভিযোগ। সুরেন্দ্র সিংহের বিরুদ্ধে পুলিশে অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয়নি বলেই করুণার পরিবারের দাবি। পুলিশের অবশ্য দাবি, প্রথমে অভিযোগ করলেও পরে করুণা ও সুরেন্দ্রর পরিবার নিজেদের মধ্যে সমঝোতায় চলে এসেছিল। তাই আর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Advertisement

পুলিশ সুরেন্দ্র সিংহকে গ্রেফতার করেছে। কিন্তু রাজধানী দিল্লির ঔদাসীন্য এবং অমানবিক মুখটা আরও এক বার সামনে চলে এসেছে এই ঘটনায়। দিনে হোক বা রাতে, দিল্লিতে পথচলতি একা মানুষ বিপদে পড়লে কেউ সাহায্য করতে এগিয়ে আসেন না, এমন অভিযোগ বার বার ওঠে। মঙ্গলবারের ঘটনার মাত্র ২৪ ঘণ্টা আগেও একই দৃশ্যের সাক্ষী হয়েছিল দিল্লি। সোমবার দক্ষিণ-পশ্চিম দিল্লির ইন্দ্রপুরী এলাকায় এক সদ্যবিবাহিতা যুবতীর উপর তাঁর প্রাক্তন প্রেমিক ছুরি নিয়ে হামলা চালায়। যুবতীকে খুন করার পর সেই যুবক নিজেও আত্মহত্যা করে। কিন্তু সেই ঘটনাতেও যুবতীকে বাঁচাতে এগিয়ে আসেননি কেউ। ২৪ ঘণ্টার মধ্যে ফের সেই একই লজ্জার শিকার হল দিল্লি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন