National News

অফিসের ভিতরেই রহস্যজনক মৃত্যু তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের

রবিবার এমনিতে অফিস ছুটি থাকে। কিন্তু, বিশেষ প্রোজেক্টের কাজ চলছিল বলে ছুটির দিনেও অফিস গিয়েছিলেন একটি নামী তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মী রসিলা রাজু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ১২:০০
Share:

মৃত কে রসিলা রাজু। ছবি: সংবৃহীত।

রবিবার এমনিতে অফিস ছুটি থাকে। কিন্তু, বিশেষ প্রোজেক্টের কাজ চলছিল বলে ছুটির দিনেও অফিস গিয়েছিলেন একটি নামী তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মী কে রসিলা রাজু। রাতে অফিসেরই কনফারেন্স রুম থেকে তাঁর দেহ উদ্ধার হয়। গলায় জড়ানো ছিল কম্পিউটারের তার। এই ঘটনায় সোমবার সকালে ওই তথ্যপ্রযুক্তি সংস্থার এক নিরাপত্তারক্ষী ভবেন সাইকিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, পুণের হিনজাওয়াড়ির রাজীব গাঁধী ইনফোটেক পার্কের ওই অফিসে বিকেল তিনটে থেকে অনলাইনে বেঙ্গালুরুর দুই সহকর্মীর সঙ্গে কাজ করছিলেন বছর পঁচিশের রসিলা। কিন্তু, সন্ধ্যার পর তাঁর সুপারভাইজার একটা কাজে তাঁকে ফোন করেন। কিছুতেই রসিলা ফোন তুলছিলেন না। অনলাইন থাকলেও সাড়া দিচ্ছিলেন না ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। রাত ১০টা নাগাদ ওই সুপারভাইজার পুণে অফিসের নিরাপত্তাকর্মীদের ফোন করেন। তাঁরা দশ তলার কনফারেন্স রুমে গিয়ে দেখেন, ঘরের মেঝেতে পড়ে রয়েছেন রসিলা। গলায় কম্পিউটারের তার জড়ানো। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু, তত ক্ষণে রসিলার মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে।

আরও পড়ুন: থামতে বলছে আদালত, ট্রাম্প তবু অনড়

Advertisement

পুণের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বৈশালী যাদব জানিয়েছেন, মৃত ওই তরুণীর বাড়ি কেরলে। কর্মসূত্রে তিনি পুণেতে থাকতেন। রবিবার বিকেল পাঁচটা নাগাদ তাঁর গলায় ফাঁস দিয়ে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। খুনের কিনারা করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই সূত্রেই ওই নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

নামী ওই তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসে একাধিক নিরাপত্তারক্ষীরা থাকা সত্ত্বেও এই ঘটনা কী ভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন