National News

তাড়া করে থানায় ঢুকে মহিলাকে গুলি করে খুন!

জমি বিবাদের জেরে মারামারির হাত থেকে বাঁচতে পুলিশের কাছে ছুটে গিয়েছিলেন এক মহিলা। কিন্তু, রক্ষাকর্তা পুলিশের সামনেই থানার ভিতরে তাঁকে গুলি করে মারল এক ব্যক্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ১৯:৪৭
Share:

প্রতীকী ছবি।

জমি বিবাদের জেরে মারামারির হাত থেকে বাঁচতে পুলিশের কাছে ছুটে গিয়েছিলেন এক মহিলা। কিন্তু, রক্ষাকর্তা পুলিশের সামনেই থানার ভিতরে তাঁকে গুলি করে মারল এক ব্যক্তি।

Advertisement

সোমবার রাতে উত্তরপ্রদেশের মেইনপুরীতে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ক্ষমতায় আসামাত্রই উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে তৎপর হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু, গত সোমবারের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজ্যবাসীকে নিরাপত্তা দিতে একেবারেই ব্যর্থ পুলিশ-প্রশাসন।

আরও পড়ুন

Advertisement

এক চিলতে ঘর থেকে স্বপ্ন উড়ান মন্দিরার

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকার দু’টি পরিবারের মধ্যেই জমি নিয়ে ঝামেলা চলছিল। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ব্যস্ত রাস্তার উপরে একটি বাজারের পাশেই রয়েছে সে জমি। জমি বিবাদের জেরে দু’টি পরিবারের মধ্যে গত কাল গভীর রাতেই ঝামেলার জড়িয়ে পড়ে এলাকার ওই দুই পরিবারের সদস্যরা। কথা কাটাকাটি গড়ায় মারামারিতে। ঝামেলার জেরে রাস্তার উপরে মারপিট শুরু করে দেন দু’পরিবারের সদস্যেরা। সে সময় কোনও রকমে ওই ঝামেলা এড়িয়ে সামনের থানায় সাহায্যে চাইতে ছুটে যান ওই পরিবারের এক জন মহিলা। অভিযোগ, ওই মহিলাকে থানার দিকে ছুটতে দেখে রিভলভার নিয়ে তাঁর পিছুধাওয়া করে অন্য পরিবারের এক সদস্য। থানায় ঢুকেই ওই মহিলাকে একেবারে সামনে থেকে গুলি করে সেই ব্যক্তি। ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঘটনার সময় ওই থানাতে কয়েক জন পুলিশকর্মী উপস্থিত ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনার পরই সেখান থেকে পালাতে যায় ওই ব্যক্তি। কিন্তু, উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে থানার সামনেই পেটাতে থাকে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement