National News

দীপার ভল্ট নিয়ে টুইট করে ধর্ষণের হুমকি পাচ্ছেন তরুণী

জীবনের ঝুঁকি নিয়ে একটা মেয়ে পদকের জন্য নামছেন। গোটা দেশ বলছে, পদক চাই পদক চাই। আর পদক পেতে যে প্রোদুনোভা ভল্টে ভরসা করেছেন দীপা কর্মকার, সেই ভল্ট মৃত্যুভয়েই এড়িয়ে চলেন বিশ্বের সেরা সেরা জিমন্যাস্টরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ১৭:৩৯
Share:

জীবনের ঝুঁকি নিয়ে একটা মেয়ে পদকের জন্য নামছেন। গোটা দেশ বলছে, পদক চাই পদক চাই। আর পদক পেতে যে প্রোদুনোভা ভল্টে ভরসা করেছেন দীপা কর্মকার, সেই ভল্ট মৃত্যুভয়েই এড়িয়ে চলেন বিশ্বের সেরা সেরা জিমন্যাস্টরা। দীপার এই ঝুঁকি নেওয়াটা মেনে নিতে পারেননি রাজস্থানের এক তরুণী। টুইটারে সেই ক্ষোভ উগরে দিয়েছিলেন একটু কর্কশ ভাষাতেই। আর তার পরেই হয়েছে বিপদ। টুইটারে আসছে একের পর এক হুমকি মেসেজ। এমনকী দেওয়া হয়েছে ধর্ষণের হুমকিও। আতঙ্কিত তরুণী টুইটেই সরাসরি সাহায্য চেয়েছেন সুষমা স্বরাজের কাছে। বিদেশমন্ত্রী সুষমা বিষয়টা দেখতে বলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে।

Advertisement

কী লিখেছিলেন ওই তরুণী? রবিবার দীপা ফাইনালে নামার আগে তিনি টুইটারে লিখেছিলেন, “অন্যান্য দেশের জিমন্যাস্টদের বেশি পয়েন্টের জন্য প্রোদুনোভা পারফর্ম করতে হয় না... আজ মেয়েটা একটা অলিম্পিক মেডেলের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে যাচ্ছে, কোনও *** দেশের জন্য কোনও পদকের দাম জীবনের থেকে বেশি হতে পারে না (life is not worth any medal for any damned country)। এ ছাড়াও আরও কিছু টুইটে ভারতের খেলাধূলা এবং এর দুর্বল পরিকাঠামো নিয়ে কড়া ভাষাতেই সমালোচনা করেন তিনি।

তরুণীর অভিযোগ, এর পর থেকেই আসতে শুরু করে হুমকি। খুনের হুমকি, ধর্ষণের হুমকি। কুতসিত, অসম্মানজনক গালিগালাজও চলতে থাকে সমান তালে। এর পরেই সুষমা স্বরাজকে টুইট করে সাহায্য চান তিনি। সেই টুইটে ট্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকেও। সুষমার তত্পরতায় বিষয়টাতে হস্তক্ষেপ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। জয়পুরের পুলিশ কমিশনার সঞ্জয় অগ্রবালকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশ কমিশনার সাংবাদিকদের জানিয়েছেন, এই তরুণীর বাড়ি গিয়ে অভিযোগ নিয়ে এসেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে কথা বলে অভিযুক্তদের খুঁজে বার করার কাজও শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement