প্রতীকী ছবি।
হরিয়ানার গুরুগ্রামে এক বিদেশিনির অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে। গুরুগ্রামের মানেসরে রবিবার সকালে স্থানীয়েরা ওই বিদেশিনির দেহ পড়ে থাকতে দেখেন। তার পরই তাঁরা পুলিশ খবর দেন।
মানেসরের অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মৃতা কোন দেশের নাগরিক, পরিচয় জানার চেষ্টা চলছে। ওই এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল ৬টা নাগাদ তারা খবর পায় দিল্লি-জয়পুর হাইওয়েতে আইএমটি চওকের কাছে এক মহিলার অর্ধনগ্ন দেহ পড়ে রয়েছে। সেই খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ফরেন্সিক দলকেও ডেকে পাঠানো হয়। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, মহিলাকে খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মহিলাকে উড়ালপুল থেকে ফেলা হয়েছে না কি চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।