নিজের দুই শিশু কন্যাকে যৌন নির্যাতন করত স্বামী। তাই মেয়েদের ‘বাঁচাতে’ ভাঙা কাচের টুকরো দিয়ে গলার নলি কেটে তাদের খুন করল মা। হায়দরাবাদের ঘটনা। অভিযুক্ত ৪১ বছরের এক মহিলা। শিশু দু’টির বয়স আট ও তিন। পুলিশের কাছে আত্মসমর্পণ করে ওই মহিলা নিজেই খুনের দায় স্বীকার করেন।