বিতর্কে ওয়াইসি, গ্রেফতার চাইছে বিজেপি

সন্ত্রাসবাদীদের প্রতি নরম মনোভাব দেখিয়ে তাদের মদত দেওয়ার অভিযোগে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে গ্রেফতারের দাবি তুললো বিজেপি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ০৩:২১
Share:

সন্ত্রাসবাদীদের প্রতি নরম মনোভাব দেখিয়ে তাদের মদত দেওয়ার অভিযোগে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে গ্রেফতারের দাবি তুললো বিজেপি।

Advertisement

ক’দিন আগেই আইএস জঙ্গি সন্দেহে হায়দরাবাদ থেকে পাঁচ জনকে গ্রেফতার করে এনআইএ। এর পরেই ওয়াইসি জানান, তাঁর দল এআইএমআইএম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। তবে ধৃত ব্যক্তিদের আইনি সহায়তা দেবেন তাঁরা। এ নিয়েই তোপ দেগেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি এ দিন অভিযোগ করেন, ওয়াইসি জঙ্গিদের অক্সিজেন দিচ্ছেন। বিজেপি নেতাদের অভিযোগ, ‘‘ওয়াইসি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আইএসকে মদত করছেন। এটা দেশের প্রতি বিশ্বাসঘাতকতা।’’ বিজেপির জাতীয় সম্পাদক শ্রীকান্ত শর্মা দাবি করেন, ‘‘তদন্তকারী সংস্থার উচিত ওয়াইসির বিরুদ্ধে পদক্ষেপ করা। যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে, তাদের নিন্দা করা দরকার।’’

মেরঠের একটি আদালতে হায়দরাবাদের সাংসদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাও দায়ের হয়েছে। তেলঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংহ ওয়াইসিকে গ্রেফতারের দাবি তুলেছেন। তেলঙ্গানা সরকারের কাছে তাঁর দাবি, সাংসদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হোক। সংযুক্ত জনতা দলের মুখপাত্র অজয় অলোকও ওয়াইসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য সওয়াল করেছেন।

Advertisement

এ দিন হায়দরাবাদের সারুর নগর থানায় ওয়াইসিকে নিয়ে অভিযোগ জমা করেছেন কে করুণা সাগর নামের এক আইনজীবী। তবে রাতে ওই থানার ইনস্পেক্টর এস লিঙ্গাইয়া জানান, পুলিশ অভিযোগপত্রটি পেলেও সাংসদের বিরুদ্ধে এখনও কোনও মামলা করেনি। আইনি দিকটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, হায়দরাবাদে যাদের গ্রেফতার করা হয়েছিল, তারা বিভিন্ন জায়গায় হামলার ছক কষেছিল বলে জানতে পেরেছে তদন্তকারী সংস্থা। এই ষড়যন্ত্রের কথা ফাঁস হয়ে গেলেও জঙ্গি সন্দেহে ধৃত ব্যক্তিদের আইনি সাহায্য দেওয়ার কথা বলছেন ওয়াইসি। যা সন্ত্রাসবাদকে মদত দেওয়ারই সামিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement