নাম বদলে মেরঠ এ বার পণ্ডিত গডসে নগর!

নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্তা শুধু বলেন, নিত্যদিন এমন হাজার আবেদন আসে। কোন ভাবনা কার, সেটা বলা মুশকিল। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ০১:৪৫
Share:

ছবি: পিটিআই।

ফের নাম বদলের হিড়িক যোগী-রাজ্যে। প্রশাসন সূত্রের খবর, মেরঠের নাম পাল্টে ‘পণ্ডিত গডসে নগর’ রাখার কথা চলছে। গাঁধী-হত্যাকারীর নামে জেলার নাম বদল নিয়ে ডিএমের প্রতিক্রিয়া জানতে চেয়ে ২ ডিসেম্বর তাঁর অফিসে চিঠি লিখেছে উত্তরপ্রদেশ সরকারের রাজস্ব পর্ষদ। মেরঠের অখিল ভারতীয় হিন্দু মহাসভার দাবি, ‘গডসে নগরের’ ভাবনা তাদের। প্রশাসন কিছুই স্পষ্ট করেনি। নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্তা শুধু বলেন, নিত্যদিন এমন হাজার আবেদন আসে। কোন ভাবনা কার, সেটা বলা মুশকিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement