National News

গোটা মন্ত্রিসভা নিয়ে প্রয়াগে ডুব দিলেন যোগী আদিত্যনাথ

গঙ্গায় ডুব দেওয়ার আগে এদিন প্রয়াগরাজেই (আগে যা ছিল ইলাহাবাদ) বিশেষ বৈঠকে বসে যোগীর মন্ত্রিসভা।

Advertisement

সংবাদ সংস্থা

প্রয়াগরাজ শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১৮:৩১
Share:

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ডুব দিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি: টুইটার থেকে নেওয়া

নদীবক্ষে খালি গায়ে একদল লোক। অধিকাংশই প্রবীণ। কুম্ভমেলায় এমন দৃশ্য হরবখত দেখা যায়। কিন্তু মঙ্গলবার যে দল পুণ্যডুব দিলেন, তাঁরা সবাই কেউকেটা। সকলেই উত্তরপ্রদেশের মন্ত্রী। যাঁদের নেতা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোটা মন্ত্রিসভাকে প্রয়াগরাজে কুম্ভমেলায় নিয়ে গিয়ে পুণ্যডুব দেওয়ালেন যোগী আদিত্যনাথ। তার আগে কুম্ভেই সারলেন মন্ত্রিসভার বৈঠক। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না হলেও এইপ্রথম লখনউয়ের বাইরে বৈঠকে বসল যোগীর মন্ত্রিসভা।

Advertisement

লোকসভা ভোটের মুখে কুম্ভমেলা ঘিরে হিন্দুত্বের রাজনীতির পালে হাওয়া দিতে খামতি রাখেননি যোগী আদিত্যনাথ। প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা খরচ করে অর্ধকুম্ভকে পূর্ণকুম্ভের রূপ দিয়েছেন। তার মধ্যেই জোট বেঁধেছেন অখিলেশ-মায়াবতী। রাজনীতিতে অভিষেকের ঘোষণা হয়েছে প্রিয়ঙ্কা গাঁধী বঢরার। রাজনৈতিক শিবিরের ব্যাখ্যা, প্রতিপক্ষ তিন শিবিরের দুই ঘোষণায় গো-বলয়ের সবচেয়ে বড় রাজ্যে কিছুটা হলেও চাপে বিজেপি। এই পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত কুম্ভকে আঁকড়ে ধরে হিন্দুত্বের প্রচার আরও জোরদার করতে চেয়েছেন যোগী। মন্ত্রিসভার বৈঠক এবং গঙ্গাস্নানও তারই অঙ্গ।

গঙ্গায় ডুব দেওয়ার আগে এদিন প্রয়াগরাজেই (আগে যা ছিল ইলাহাবাদ) বিশেষ বৈঠকে বসে যোগীর মন্ত্রিসভা। বৈঠকে একটিই সিদ্ধান্ত হয়েছে। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাটি উত্তরপ্রদেশে করমুক্ত করা হয়েছে। উরি সেনা ছাউনিতে হামলার পর পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পটভূমিতে তৈরি এই ছবির উপর কোনও কর নেওয়া হবে না।

Advertisement

মঙ্গলবারই সুপ্রিম কোর্টে অযোধ্যার অবিতর্কিত জমি রাম জন্মভূমি ন্যাসের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছে কেন্দ্র। ওই জমি পেলেই রাম মন্দিরের নির্মাণ শুরু হবে বলে জানানো কেন্দ্রীয় সরকারের তরফে। সেই সিদ্ধান্তকে এ দিন স্বাগত জানিয়েছে যোগীর মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকের পর যোগী এ দিন বলেন, ‘‘কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। রাম মন্দির নির্মাণের আগে আদালতের অনুমোদন নেওয়া উচিত।’’ যোগীর পর কুম্ভ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যদিও তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

আরও পডু়ন: গতকাল ‘রাজনৈতিক তোপ’, আজ গোয়ায় অসুস্থ পর্রীকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাহুলের

আরও পডু়ন: অসুস্থ বাবাকে নিয়ে রাতভর দৌড় সাব-ইনস্পেক্টরের, সরকারি বিমা শুনেই মুখ ফেরাল ৪ হাসপাতাল

কুম্ভ রাজনীতিতে অবশ্য শুধু বিজেপি একাই ‘ডুব’ দিচ্ছে না। রবিবারই কুম্ভে গিয়ে গঙ্গাস্নান সেরে এসেছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। মার্চে মেলা শেষের আগেই কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীরও সেখানে যাওয়ার কথা। সক্রিয় রাজনীতিতে আসার ঘোষণা হলেও এখনও কাজ শুরু করেননি প্রিয়ঙ্কা। কংগ্রেসের একটি সূত্রে খবর, বিদেশ থেকে ফিরে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব নেওয়ার আগে বা পরে তিনিও কুম্ভ সফরে যেতে পারেন।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন