সুষমাকে এই রূপে দেখেছেন কখনও?

এটা আপনার চেনা ছবি। ইনি যে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ তা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সম্প্রতি এক অন্য সুষমাকে চিনেছেন সোশ্যাল দর্শক। যেখানে নথ, টিকলি পরা এক নববধূ লাজুক ভাবে তাকিয়ে রয়েছেন তাঁর স্বামীর দিকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ১৭:৩৬
Share:

একটি অনুষ্ঠানে বিদেশমন্ত্রী।— ফাইল চিত্র।

এটা আপনার চেনা ছবি। ইনি যে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ তা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সম্প্রতি এক অন্য সুষমাকে চিনেছেন সোশ্যাল দর্শক। যেখানে নথ, টিকলি পরা এক নববধূ লাজুক ভাবে তাকিয়ে রয়েছেন তাঁর স্বামীর দিকে। এ যেন ভারতীয় সুখী দাম্পত্যের চেনা ছবি। গত ১৩ জুলাই টুইটারে এই ছবিটি শেয়ার করেই নিজের বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন সুষমা।

Advertisement

সুষমার স্বামী সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী স্বরাজ কৌশলের সংগ্রহে ছিল ছবিগুলি।

একই সঙ্গে ৪০ বছর আগের আরও একটি ছবি শেয়ার করেছেন সুষমা। যেখানে জয়প্রকাশ নারায়ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুষমা এবং কৌশল। ওই নববধূর ছবিটির সঙ্গে আজকের সুষমার যথেষ্ট মিল রয়েছে। তবুও দাপুটে নেত্রীকে ভিন্নরূপে দেখে বেশ চমকে যাচ্ছেন সুষমার অনুরাগীরা।

Advertisement


সুষমার শেয়ার করা বিয়ের সেই ছবি।— টুইটারের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement