Supreme Court on Illegal Immigrants

‘ওদের জন্য কি লাল গালিচা পেতে দিতে চান?’ রোহিঙ্গা অন্তর্ধান মামলায় অনুপ্রবেশ প্রসঙ্গে প্রশ্ন সুপ্রিম কোর্টের

প্রধান বিচারপতি কান্ত প্রশ্ন তোলেন, কত দিন দেশের সম্পদ অনুপ্রবেশকারীদের ভোগ করতে দেওয়া হবে? মামলাকারীর উদ্দেশে প্রধান বিচারপতির প্রশ্ন, “আপনি কি তাঁদের (অনুপ্রবেশকারী) জন্য লাল গালিচা পেতে দিতে চাইছেন?”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৭:০৯
Share:

দেশে অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। —ফাইল চিত্র।

দেশে অনুপ্রবেশকারীদের ঠাঁই দিতে আইন আর কতটা নমনীয় করা হবে? মঙ্গলবার একটি মামলার শুনানিতে এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আটক হওয়ার পর পাঁচ রোহিঙ্গার খোঁজ পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। মঙ্গলবার মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে।

Advertisement

ওই মামলাতেই প্রধান বিচারপতি কান্ত প্রশ্ন তোলেন, কত দিন দেশের সম্পদ অনুপ্রবেশকারীদের ভোগ করতে দেওয়া হবে? মামলাকারীর উদ্দেশে প্রধান বিচারপতির প্রশ্ন, “আপনি কি তাঁদের (অনুপ্রবেশকারী) জন্য লাল গালিচা পেতে দিতে চাইছেন?” একই সঙ্গে প্রধান বিচারপতির সংযোজন, “উত্তর ভারতে আমাদের একটি সংবেদনশীল সীমান্ত রয়েছে। আমার ধারণা, দেশের ভিতরে কী হচ্ছে, সেই বিষয়ে আপনি (মামলাকারী) অবহিত রয়েছেন।”

কেউ যদি অনুপ্রবেশকারী হয়, তা হলে তাঁকে দেশের ভিতরে রেখে দিতে হবে কেন, সেই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “আপনি সুড়ঙ্গ দিয়ে ভিতরে ঢুকলেন। খাবার, আশ্রয়, শিশুদের শিক্ষার অধিকার পেলেন। আপনি (মামলাকারী) চান, এ ভাবে আইন নমনীয় করা হোক? আমাদের গরিব শিশুরা কি সুবিধা পেতে পারে না?”

Advertisement

মামলাকারীর আইনজীবী আদালতে জানান, কেউ অনুপ্রবেশকারী হলেও তাঁদের এ ভাবে বাইরে পাঠানো যায় না। দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই মামলার ভিত্তি নিয়েই প্রশ্ন তোলেন। তিনি বলেন, “জনস্বার্থ মামলাকারীর সঙ্গে রোহিঙ্গাদের কোনও সম্পর্কই নেই। অথচ তিনি এই মামলা করছেন।” আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement