খালেদা জিয়া। —ফাইল চিত্র।
চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। অসুস্থ বিএনপি নেত্রীকে হাসপাতালে দেখে এসে এমনটাই জানালেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে ঢাকার হাসপাতালে খালেদাকে দেখতে যান জাহিদ। খালেদাকে দেখে বেরোনোর পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, “মেডিক্যাল বোর্ড খালেদাকে যে চিকিৎসা দিচ্ছে, তা উনি গ্রহণ করতে পারছেন বা আমরা যাকে বলি, মেনটেন করতে পারছেন।”
খালেদার স্বাস্থ্য নিয়ে কোনও রকম গুজব না ছড়ানোর আর্জি জানিয়েছেন জাহিদ। তিনি বলেন, “আমরা এই সঙ্কটময় মুহূর্তে দেশবাসীর কাছে ওঁর (খালেদা) সুস্থতার জন্য দোয়া চাই। সারা পৃথিবীর অনেক মানুষের ওঁর প্রতি ভালবাসা এবং দোয়ার কারণে হয়তো উনি এ যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।”
উন্নত চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে নিয়ে যাওয়া হবে কি না, এই প্রশ্নের উত্তরে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক বলেন, “মেডিক্যাল বোর্ডের সদস্যেরা ওঁকে দেখেছেন। আজও ব্রিটেন থেকে ওঁকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন। উনি দেখার পর যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, মেডিক্যাল বোর্ড মনে করে, তখন যথাযথ সময়ে ওঁকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।” এই বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলে জানান তিনি।
৮০ বছর বয়সি বিএনপি নেত্রী দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। শারীরিক অবস্থা কোনও কোনও সময়ে স্থিতিশীল হলেও বিশেষ উন্নতি হয়নি বলেই জানা যাচ্ছে। খালেদার বর্তমানে যা শারীরিক অবস্থা, তাতে এই মুহূর্তে তাঁকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই বিদেশ থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের ডেকে আনা হয়েছে বিএনপি নেত্রীর চিকিৎসায় সাহায্যের জন্য। সোমবার ঢাকায় পৌঁছে গিয়েছে চিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। ওই হাসপাতালেই বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদার চিকিৎসা করবেন।