প্রতীকী ছবি।
বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, এমনই সন্দেহ করে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তেলঙ্গানার এক যুবকের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, সন্তানদের সামনেই তিনি স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। স্ত্রীর গায়ে আগুন ধরানোর আগে সন্তানদের হুমকি দিয়ে বলেন, ‘‘তোদের মাকে আজকে মরতেই হবে।’’ অভিযোগ, তার পরই স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন যুবক।
পুলিশ জানিয়েছে, বুধবার ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার তিলকনগরে। এই ঘটনায় মৃত্যু হয়েছে মহিলার। তাঁর নাম চিত্তালা ত্রিবেণী। স্ত্রীকে খুনের অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় কে বেঙ্কটেশ নামে ওই যুবককে। তদন্তকারীরা জানতে পেরেছেন, স্ত্রীর গায়ে আগুন ধরাতে গেলে বেঙ্কটেশকে বাধা দেয় তাঁর কন্যা। কেন তাঁকে বাধা দিয়েছে, সেই রাগে তাকেও আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেন বলে অভিযোগ। তবে সামান্য আহত হয়েছে নাবালিকা।
তিলকনগরে দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে ভাড়াবাড়িতে থাকতেন বেঙ্কটেশ। পাঁচ বছর ধরে ওই এলাকাতেই রয়েছেন তাঁরা। মৃতার বাবার অভিযোগ, কয়েক বছর ধরে তাঁর কন্যাকে নানা ভাবে হেনস্থা করা শুরু করেন জামাই। শুধু তা-ই নয়, তাঁর চরিত্র নিয়েও প্রশ্ন তুলে অত্যাচার করতেন। এম মধু নামে এক প্রতিবেশী দাবি করেছেন, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ তিনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনি লক্ষ করেন বেঙ্কটেশদের ঘর থেকে আগুনের হলকা বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের লোকজনকে খবর দেন। তার পর বেঙ্কটেশদের বাড়িতে ঢুকে দেখেন, আগুনে পুড়ছেন চিত্তালা। পড়শিরাই আগুন নেবান। তার পর চিত্তালাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিন্তু সেখানে মৃত্যু হয় তাঁর।