অভিযুক্ত যুবক। ছবি: সংগৃহীত।
সাইবার অপরাধ সংক্রান্ত একটি কোর্স করতে হায়দরাবাদে গিয়ে সেই কৌশল কাজে লাগিয়েই এটিএম থেকে টাকা লুট করলেন এক যুবক! রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে হাতেনাতে ধরেছে মিয়াপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ভদ্দে কটামাইয়াহ। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার বাসিন্দা ওই যুবক সাইবার অপরাধ সংক্রান্ত একটি কোর্সে যোগ দিতে হায়দরাবাদে গিয়েছিলেন। অভিযোগ, প্রশিক্ষণের সময় শেখা কৌশলগুলি ব্যবহার করেই রবিবার গভীর রাতে এটিএম থেকে টাকা চুরি করছিলেন তিনি। প্রত্যক্ষদর্শী এক যুবক বিষয়টি সাইবারাবাদ কমিশনারেটের আওতাধীন মিয়াপুর পুলিশকে ফোন করে জানান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হাতেনাতে ধরে ফেলেন পুলিশকর্মীরা।
মিয়াপুরের এসিপি ওয়াই শ্রীনিবাস কুমার বলেন, ‘‘খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে ধরে ফেলে। তিনি সে সময় এটিএম থেকে টাকা চুরি করছিলেন।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোর্স চলাকালীন ওই যুবক নির্দিষ্ট কিছু সংস্থার এটিএম-এর প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলি নিয়ে দীর্ঘ পড়াশোনা করেছিলেন। সেই জ্ঞান কাজে লাগিয়ে আগেও কয়েক বার টাকা চুরি করেছিলেন তিনি। এসিপি বলেন, ‘‘অভিযুক্ত এটিএম-এর ভিতরে একটি যন্ত্র রেখে দিতেন, তার জেরে কোনও গ্রাহক টাকা তোলার চেষ্টা করলে এটিএম থেকে টাকা বেরোত না। গ্রাহক যখন খালি হাতে ফিরে যেতেন, তখন ওই যুবক গিয়ে যন্ত্রটি খুলে টাকা বের করে নিতেন।’’ এই কাজে রামনজানেয়ুলু নামে আরও এক যুবক তাঁকে সাহায্য করতেন বলে অভিযোগ। তিনি এখনও পলাতক। তাঁর খোঁজ চলছে।