সন্তান-সহ ৫ জনকে হত্যা করে আত্মঘাতী

দুই মেয়ে-সহ পাঁচ জনকে গুলি করে হত্যা করে আত্মঘাতী হলেন এক যুবক। বিহারের মুজফ্ফরপুর জেলার সরাইয়া থানার বেনিয়া গ্রামের ঘটনা। বেঁচেছেন ওই যুবকের স্ত্রী। পুলিশ গিয়ে ছ’টি মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৯
Share:

দুই মেয়ে-সহ পাঁচ জনকে গুলি করে হত্যা করে আত্মঘাতী হলেন এক যুবক। বিহারের মুজফ্ফরপুর জেলার সরাইয়া থানার বেনিয়া গ্রামের ঘটনা। বেঁচেছেন ওই যুবকের স্ত্রী। পুলিশ গিয়ে ছ’টি মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মাস তিনেক আগে বেনিয়া গ্রামের বাসিন্দা সত্যেন্দ্র কুমার ওরফে গোল্ডেনের চাকরি যায়। স্থানীয় হিমঘরের ম্যানেজার ছিলেন তিনি। সত্যেন্দ্র প্রায়ই পড়শিদের বলতেন, হরিনারায়ণ সিংহের জন্যই তাঁর এই অবস্থা। আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ায় গোল্ডেন মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন বলে খবর।

পুলিশের বক্তব্য, গোল্ডেন পিস্তল নিয়ে হরিনারায়ণের বাড়িতে পৌঁছে যান। হরিনারায়ণ বেরিয়ে আসতেই তাঁকে গুলি করেন। স্বামীর চিৎকার আর আওয়াজে বেরিয়ে আসেন স্ত্রী লক্ষ্মী। তাঁকেও গুলি করেন গোল্ডেন। হরিনারায়ণের পরিচারক শিবদয়াল মাহাতোকেও গুলি করেন গোল্ডেন। ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। বাড়ি ফিরে নয় এবং ছয় বছরের দুই মেয়েকে গুলি করে মারেন সত্যেন্দ্র। নিজের মাথােতও গুলি করেন। ঘটনাস্থলে তাঁরও মৃত্যু হয়। সত্যেন্দ্রের স্ত্রী ঘটনার পর থেকে নিখোঁজ। স্থানীয়দের বক্তব্য, হরিনারায়ণের সঙ্গে স্ত্রীর সম্পর্ক রয়েছে বলেও সন্দেহ করতেন গোল্ডেন।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন