খেলা দেখার সময় কুকুর নিয়ে বচসা, খুন যুবক

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখার সময় কুকুর নিয়ে বচসা আর তার জেরেই এক যুবককে খুন করল এক ব্যক্তি। রবিবার রাতে বেঙ্গালুরুর ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ১২:১৪
Share:

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখার সময় কুকুর নিয়ে বচসা আর তার জেরেই এক যুবককে খুন করল এক ব্যক্তি। রবিবার রাতে বেঙ্গালুরুর ঘটনা।

Advertisement

ওই সময় ভারত-অস্ট্রেলিয়ার উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছিল। বড় স্ক্রিন লাগিয়ে পাড়ার ছেলেরা সেখানে খেলা দেখছিল। ম্যাচ তখন শেষের দিকে। জিতবে না হারবে এই নিয়েই ছেলেদের মধ্যে আলোচনা চলছিল। একটা টেনশনও কাজ করছিল। সেই সময় জন কেনেডি নামে পাড়ারই এক ব্যক্তি তাঁর কুকুর নিয়ে সেখানে আসে। খেলায় তখন টানটান উত্তেজনা। সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে। হাঠাত্ই জনের কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। খেলা দেখায় অসুবিধা হওয়ায় জনিকে তাঁর কুকুর নিয়ে সেখান থেকে চলে যেতে বলে ওই ছেলেগুলি। কিন্তু জনি সেখানে ঠায় দাঁড়িয়ে থাকেন। এর পর ফের কুকুরটি ডেকে ওঠায় ছেলেরা রেগে গিয়ে জনিকে সেখান থেকে তুলে ফেলে দেয়। কিছুক্ষণ পর জনি তাঁর কয়েক জন বন্ধুদের নিয়ে এসে আচমকাই ওই ছেলেগুলির উপর হামলা চালায়। দু’দলের মধ্যে হাতাহাতি হয়। তারই মধ্যে জনি বিয়ারের ভাঙা বোতল দিয়ে অবিনাশ নামে একটি ছেলের পেটে ঢুকিয়ে দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অবিনাশের। পুলিশ জনকে গ্রেফতার করে।

Advertisement

আরও পড়ুন...

এসইউসিআই প্রার্থীর তোপ বিজেপিকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement