ছেব্রাপুঞ্জিতে গুলিতে নিহত যুবক

জঙ্গিদের দু’টি গোষ্ঠীর সংঘর্ষে গুলিতে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, নিহতের নাম অনিমেষ ত্রিপুরা ওরফে সট্টি (৩০)। গত রাতে হাইলাকান্দির অসম-মিজোরাম সীমানার ছেব্রাপুঞ্জির জঙ্গলে ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০৪:১৫
Share:

জঙ্গিদের দু’টি গোষ্ঠীর সংঘর্ষে গুলিতে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, নিহতের নাম অনিমেষ ত্রিপুরা ওরফে সট্টি (৩০)। গত রাতে হাইলাকান্দির অসম-মিজোরাম সীমানার ছেব্রাপুঞ্জির জঙ্গলে ঘটনাটি ঘটে।

Advertisement

পুলিশ জানায়, ওই যুবকের বাড়ি জঙ্গল লাগোয়া একটি গ্রামে। নিহত যুবকও জঙ্গি ছিল কি না, তা এখনও স্পষ্ট হয়নি। এ কথা জানান হাইলাকান্দি পুলিশের ডিএসপি ফয়েজ আহমেদ। নিহতের স্ত্রী লক্ষ্মীরানি ত্রিপুরা দাবি করেছেন, গত রাতে দু’জন লোক তাঁর স্বামীকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে খুনের কথা তিনি জানতে পারেন। গ্রামবাসীদের অভিযোগ, জঙ্গিরা নিরীহ অনিমেষকে খুন করেছে। তাঁরা দোযীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

তদন্তকারীরা অবশ্য এই ঘটনা নিয়ে ধন্দে। নিহতের পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার রাজমোহন রায়ের বক্তব্য, জঙ্গিদের গোষ্ঠী সংঘর্ষের জেরেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে অনিমেষও জঙ্গি ছিল কি না, তা তিনি স্পষ্ট ভাবে জানাননি। ওই যুবক জঙ্গিদের ‘লিঙ্কম্যান’ হতে পারে বলেও আশঙ্কা করছে পুলিশ। রাজমোহনবাবু জানান, ২৩ জুন লোহারজয় রিয়াং নামে এক জঙ্গিও দু’টি গোষ্ঠীর সংঘর্ষে মারা গিয়েছিল। তার মৃত্যুর বদলা নিতেও সম্ভবত অনিমেষকে খুন করা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন