নেট নিউট্রালিটি চান জুকেরবার্গও

নেট নিউট্রালিটিতে মোটেই আপত্তি নেই মার্ক জুকেরবার্গের। এ ব্যাপারে দেশে দেশে এখন যে সব আইনকানুন বানানো হচ্ছে, তাকে তিনি আন্তরিক ভাবেই সমর্থন করেন বলে জানিয়েছেন জুকেরবার্গ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৫ ১৪:৩৭
Share:

মার্ক জুকেরবার্গ। দিল্লি আইআইটি-র অনুষ্ঠানে।

নেট নিউট্রালিটিতে মোটেই আপত্তি নেই মার্ক জুকেরবার্গের।

Advertisement

এ ব্যাপারে দেশে দেশে এখন যে সব আইনকানুন বানানো হচ্ছে, তাকে তিনি আন্তরিক ভাবেই সমর্থন করেন বলে জানিয়েছেন জুকেরবার্গ।

আজ দিল্লি আইআইটি-তে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে গিয়ে জুকেরবার্গ বলেন, ‘‘নেট নিউট্রালিটিকে আমি পুরোপুরি সমর্থন করি। বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয়, তা করতে আমি রাজি। যে আইনই হোক, তাতে আমাদের সায় রয়েছে।’’

Advertisement

নেট নিউট্রালিটির পক্ষে জুকেরবার্গের সওয়াল অবশ্য এই প্রথম নয়। এর আগেও আমেরিকায় তো বটেই, অন্যান্য দেশে গিয়েও নেট নিউট্রালিটির পক্ষে কথা বলেছেন ‘ফেসবুক’-এর প্রতিষ্ঠাতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement